#কলকাতা: একুশের কুরুক্ষেত্রে বাংলার মন জিততে বিজেপির নয়া মাস্টারপ্ল্যান ৷ নেতাজি ১২৫ তম জন্মজয়ন্তী পালন করতে সোজা বাংলাতেই আসছেন মোদি ৷ সূত্রের খবর, ২৩ জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
কবিগুরুর পর নেতাজি ৷ বহিরাগত তকমা ঝেড়ে ফেলে বাঙালির মন ছুঁতে বাংলার আরেক মণীষীর বন্দনায় উদ্যোগী গেরুয়া শিবির ৷ বিধানসভা ভোটের আগে বিজেপি শীর্ষ নেতৃত্বের নজরে বাংলা ৷ নাড্ডা-শাহের পর এবার পালা মোদির ৷ পদ্মের হয়ে প্রচারে জানুয়ারিতেই রাজ্যে আসতে চলেছেন মোদি তা আগেই শোনা গিয়েছিল ৷ এবার খবর, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীর দিনই বাংলায় পা দিতে চলেছেন প্রধানমন্ত্রী ৷ বাংলাতেই নেতাজি বন্দনায় মাতবেন নরেন্দ্র মোদি ৷
এবারে ভোটের ‘ভরসা’ নেতাজি ৷ কখনও স্বামীজি, কখনও রবীন্দ্রনাথ। এবার নেতাজি। ২০২২-এ নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী বর্ষ উপলক্ষে আগেই নানা কর্মসূচির কথা ঘোষণা করেছে মোদি সরকার৷ গড়া হয়েছে বিশেষ কমিটি ৷ এবার স্বয়ং মোদিই নেতাজির জন্মদিনে শ্রদ্ধা অর্পণ করতে যোগ দেবেন এ শহরের অনুষ্ঠানে বলে সূত্রের খবর ৷ এর আগে বাংলার মন ছুঁতে বাংলায় ট্যুইট করে নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী দেশ জুড়ে পালনের জন্য উচ্চপর্যায়ের কমিটি তৈরি হয়েছে ৷ বছরভর পালিত হবে নানা অনুষ্ঠান ৷ উল্লেখ্য, এর আগে, নেতাজির জন্মজয়ন্তী পালনে, গত নভেম্বরে বিশেষ কমিটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ২৩ জানুয়ারি জাতীয় ছুটির দাবিও করেন।
এই কমিটির মাথায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে, ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ করে মোদি সরকার ৷ তার আগের বছর রাজ্যের হাতে থাকা নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উনিশের লোকসভা ভোটের আগেও মোদির মুখে বারবার নেতাজির কথা শোনা গিয়েছিল ৷ এ’বছর জানুয়ারিতে লালকেল্লায় নেতাজি সংগ্রহশালারও উদ্বোধন করেন নরেন্দ্র মোদি ৷ আর, এবার নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালনে বিশেষ কমিটি ৷
একুশের ভোটের আগে এই তৎপরতায় অনেকে রাজনীতির গন্ধ পাচ্ছেন। পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূল তাদের গায়ে যে বহিরাগত তকমা সেঁটে দিতে চায়, তা মুছে ফেলতে মরিয়া বিজেপি। তাই, বাঙালির মনের খুব কাছে যাঁরা, বারবার সেই মণীষীদের কথা মোদি-শাহদের মুখে। মোদির মন কি বাতে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ঋষি অরবিন্দ। কবি মনোমোহন বসুর কবিতা। বিবেকানন্দ-ক্ষুদিরামের বাড়িতে অমিত শাহ। এবার নেতাজি। এমনকি মোদির আগে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে ফের এরাজ্যে আসছেন অমিত শাহ ৷