#নয়াদিল্লি: "আমার বাংলা কেমন আছে?" বিজেপির জাতীয় বৈঠকে সর্বভারতীয় কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এভাবেই কুশল বিনিময় করলেন। রাজনৈতিক মহলের ব্যখ্যা, 'আমার' শব্দটির উচ্চারণে যে প্রত্য়য় ধরা পড়ছে, তা যেন বুঝিয়ে দিচ্ছে বিধানসভা নির্বাচনে মসনদ দখলে আত্মবিশ্বাসী তিনি।
এ দিন এনডিএমসি কনভেনশান সেন্টারে আয়োজিত বৈঠকে মুকুল রায় বলেন, বাংলায় পরিস্থিতি বিজেপির অনুকূলে। কথাবার্তার পর অনুপম হাজরাকে দেখেই এগিয়ে আসেন প্রধানমন্ত্রী। পরিষ্কার বাংলায় জানতে চান, "আমার বাংলা কেমন আছে?" উত্তরে অনুপম হাজরা জানালেন, "ভালো", তবে..?" এবার শুরু হল হিন্দিতে কথা। প্রধানমন্ত্রী জানতে চাইলেন, "তবে কী? বোলপুর, বিশ্বভারতী, বীরভূমের ভোটের প্রস্তুতি কেমন?"
অনুপম অনুযোগের সুরে জানান, প্রতিদিন মিথ্যা মামলায় ফাঁসানো চলছে রাজ্য জুড়ে। বিরোধীদের টার্গেট করছে পুলিশ। উত্তরে আত্মবিশ্বাসী মোদির দাওয়াই, আরও দৌড়তে হবে। শরীরের যত্ন নিতে হবে।
এখানেই শেষ হয়নি কথাবার্তা। অনুমপ আরও বলেন, একটা অনুরোধ ছিল? প্রধানমন্ত্রী তখন জিজ্ঞাসু দৃষ্টিতে তাঁর দিকে চেয়ে। অনুপম বলেন, "সবাই যেন বাংলায় নিজের ভোট নিজে দিতে পারে, প্লিজ কিছু ব্যবস্থা করুন।"
এবার জুটল প্রধানমন্ত্রীর বরাভয়। তিনি পিঠ চাপড়ে সাহস বাড়ালেন অনুপমের। মুখে স্মিত হাসি। অনুপমও যেন অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেলেন। মোদি-সান্নিধ্যে আসায় গুরুত্বও বাড়ল রাজ্যে। দিল্লির আজকের ঘটনায় উচ্ছ্বসিত উপস্থিত রাজ্য বিজেপি নেতৃত্ব।
প্রসঙ্গত আগামী কালই রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী। তাঁর আগে এই আমার বাংলা শব্দবন্ধ ব্যবহার তাঁকে আরও একবার বুঝিয়ে দিল কতটা আত্মবিশ্বাসী তিনি।