#কলকাতা: অস্বস্তি বাড়ল বহিস্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। আজ বালুরঘাট থানায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নম্রতা দত্ত। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বহিস্কৃত সিপিএম সাংসদ। টাকার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলে গড়ফা থানায় পালটা নালিশ করেছেন ঋতব্রত।
মহিলা ঘটিত অভিযোগের জন্য দল থেকে আগেই বহিস্কৃত হয়েছেন। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক তরুণী। গত ক’দিন ধরেই বহিস্কৃত সিপিএম সাংসদের বিরুদ্ধে ধর্ষণ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে স্যোশাল সাইটে সবর ছিলেন বালুরঘাটের বাসিন্দা নম্রতা দত্ত। মঙ্গলবার ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
নম্রতার অভিযোগ
- ২০১৬-র মে মাসে ঋতব্রতর সঙ্গে পরিচয়
- নম্রতার মায়ের সঙ্গে দেখা করতে বালুরঘাটও যান সাংসদ
- বিয়ের প্রতিশ্রুতিও দেন
- একাধিকবার তাঁদের শারীরিক সম্পর্ক হয়েছে
- তাঁর সঙ্গে দেখা করতে নেদারল্যান্ডও যান ঋতব্রত
অভিযোগের প্রমাণ হিসাবে তাঁর ও ঋতব্রতর বেশ কয়েকটি ছবিও থানায় জমা দিয়েছেন নম্রতা। তিনি বলেন, ‘এরপরও বিচার না পেলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় থাকবে না ৷’
অভিযোগ অস্বীকার করে পালটা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ঋতব্রত। তাঁর দাবি,
- নম্রতার বিরুদ্ধে ৬ অক্টোবর গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন
ঋতব্রতর অভিযোগ,
‘নম্রতা দত্ত অসহায় অবস্থায় এসেছিলেন। বিদেশে পড়ার জন্য সাহায্য চান। আমি তাকে বালুরঘাটের ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সাহায্য করি। তারপর থেকেই তাঁর চাহিদা বাড়তে থাকে। আমি তাঁর দাবি মানতে না চাইলে ফোনে সে আমাকে চাপ দেয়। এবছরের ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য সে ফের আমার কাছে টাকা দাবি করে। ২০ জুলাই আমি তাঁকে ২.২৫ লক্ষ টাকা দিই। এরপর থেকেই আমি তাঁর থেকে দূরত্ব বাড়াতে শুরু করি। এরপর সে আমার কাছে ৫০ লক্ষ টাকা দাবি করে। মিথ্যে অভিযোগ করার হুমকিও দেয়। চাপের মুখে ৪ অক্টোবর আরও ২.৫ লক্ষ টাকা দিই। তারপরও সে আমাকে হুমকি দিতে থাকে ৷’
ঋতব্রতর অভিযোগ অস্বীকার করেছেন নম্রতা। অভিযোগের প্রমাণ হিসাবে তাঁর ও নম্রতার হোয়াট্যস অ্যাপে কথোপকথনের তথ্যও থানায় জমা দিয়েছেন ঋতব্রত।
হোয়াট্যস অ্যাপে কথোপকথন
নম্রতাঃ- FIR করব না, ৫০ লক্ষ টাকা চাই
ঋতব্রতঃ- কিছুটা সময় লাগবে। এই মাসের ১৫ তারিখ পর্যন্ত
নম্রতাঃ- আমি যদি টাকা না পাই, তাহলে ১৬তে FIR করবো
নম্রতাঃ- আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করেছ জানলেও FIR
নম্রতাঃ- তুমি সব সময় আমার ফোন ধরবে, যখন খুশি ফোন করতে পারি..
এর আগে রাজ্যের কোনও রাজনৈতিক নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ প্রকাশ্যে আসেনি।
Hard Facts. "Manufactured Lies" will be combatted. Will not succumb to "politically aided" threats. pic.twitter.com/yGRqzPbne5
— Ritabrata Banerjee (@RitabrataBanerj) October 9, 2017
.@Manekagandhibjp Maam, @RitabrataBanerj took me to his 104 South Avenue flat under false pretext to have a physical relationship. (1)
— Namrata Datta (@candinam) October 6, 2017