#কলকাতা: বর্ষায় ডেঙ্গি নিয়ে বিশেষ সতর্ক রাজ্য। যাতে কোথাও জমা জল না থাকে তার জন্য জেলায়-জেলায় ভিক্টর কন্ট্রোল টিমের অধীনে ভিলেজ রিসোর্স পার্সেনদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েত এলাকায় কোথাও জল জমা থাকলে তা দ্রুত বের করতে হবে। ভিলেজ রিসোর্স পার্সনরা প্রতি বাড়িতে গিয়ে দেখবেন, কোথাও জল জমে আছে কী না, যদি থাকে সঙ্গেসঙ্গে তা রিপোর্ট করতে হবে।
সম্প্রতি জলপাইগুড়ি, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় বিপুল পরিমাণে মিলছে ডেঙ্গি আক্রান্তের হদিশ। সেই জেলাগুলিকেও বিশেষভাবে সতর্ক করেন মুখ্য সচিব। স্বাস্থ্য দফতরকে ডেঙ্গি প্রতিশোধক কীটনাশক ব্যবহারের ওপর বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মুখ্য সচিব শুক্রবার ডেঙ্গু নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে দফতরগুলিকে ডেঙ্গি নিয়ে বিশেষ নজরদারি করার কথা বলা হয়।
SOMRAJ BANDOPADHYAYনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nabanna