কলকাতা: বেআইনি বাজি নিয়ে এসপি ও সিপিদের সঙ্গে বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা ও রাজ্য পুলিশের ডিজি। একাধিক এসপিদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের। এসপি-রা কেন সঠিক সময় মত খবর দিচ্ছেন না ? কেন সঠিক সময়ে খবর আসছে না নবান্নে? ক্ষোভ প্রকাশ এডিজি আইন-শৃঙ্খলা ও ডিজি-র। এডিজি আইন শৃঙ্খলার আপাতত দায়িত্বে মনোজ ভর্মা। তিনি এদিন বৈঠকে একাধিক এসপি-র ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে নবান্ন সূত্রে খবর। নবান্ন সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুরের এসপির ভূমিকায় ক্ষোভ প্রকাশ। বাঁকুড়ার এসপিকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন।
কত পরিমান বেআইনি বাজি উদ্ধার হচ্ছে? কারা কারা বেআইনি বাজি কারবারের সঙ্গে যুক্ত? তার তালিকা তৈরি করতে হবে। বেআইনি বাজি উদ্ধারে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে হবে। তল্লাশি অভিযান আরও জোরদার করতে হবে। এর আগে বেআইনি বাজি নিয়ে কোন-কোন থানায় অভিযোগ রয়েছে? সেই অভিযোগগুলি খতিয়ে দেখতে হবে এবং যারা যারা সেই অভিযোগের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ব্যাপারেও খোঁজখবর করার নির্দেশ দেন এডিজি আইনশৃঙ্খলা ও রাজ্য পুলিশের ডিজি ।
গোয়েন্দা দফতরকে আরও সতর্ক হওয়া প্রয়োজন। বেআইনি বাজি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই খবর গোয়েন্দাদের কাছে কেন থাকছে না? প্রশ্নের মুখে গোয়েন্দা দফতর। প্রায় এক ঘণ্টা এস পি ও সি পি-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা। এডিজি আইন শৃঙ্খলার আপাতত দায়িত্বে মনোজ ভর্মা। তিনি এদিন বৈঠকে একাধিক এসপি-র ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে নবান্ন সূত্রে খবর। নবান্ন সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুরের এসপির ভূমিকায় ক্ষোভ প্রকাশ। বাঁকুড়ার এসপিকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nabanna