#কলকাত: গতকাল, তেরো মিনিটের ব্যবধানে হাওড়া ও কলকাতায় দুটি ঝড় আছড়ে পরে। গত কয়েক দশকে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী শহর কলকাতা ও হাওড়া। কলকাতায় একশোরও বেশি জায়গায় গাছ ভেঙে পড়ে । অসহায় ঘর ফেরতা মানুষ। মৃত্যু, দুর্ঘটনা, ভোগান্তি!
এহেন বিশাল বিপর্যয়ের মোকাবিলা করতে মুহূর্তে সচল হয়ে ওঠে নবান্ন। রাতের মধ্যেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। স্বাভাবিক ছন্দে ফিরতে থাকে কলকাতা ও হাওড়া। জেলায় জেলায় পাঠানো হয় সতর্কবার্তা । সতর্ক করা হয় জেলার কুইক রেসপন্স টিমকেও।
আরও পড়ুন-১৩ মিনিটের ব্যবধানে দুটি ঝড়, গত কয়েক দশকে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী কলকাতা
প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হবে, দুর্যোগ হলে সঙ্গে সঙ্গে নামতে হবে রাস্তায়--কড়া নির্দেশ বিপর্যয় মোকাবিলা দফতরের। নজরদারি চলবে কন্ট্রোলরুম থেকেও।
তবে, ঝড়ের জেরে এখনও বিদ্যুৎহীন বহু এলাকা। বিদ্যুৎ নেই হাওড়া,বেলুড়,হিন্দমোটর, শ্রীরামপুরে।কিন্তু তৎপরতার সঙ্গে চলছে বিদ্যুতের কাজ। সারানো হচ্ছে ত্রিফলা,ল্যাম্পপোস্টগুলিও।
আরও পড়ুন-জোড়া কালবৈশাখিতে আয়লার ছায়া ফিরল কলকাতায়, ঝড়ের জেরে লন্ডভন্ড মহানগর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kalboishakhi, Nabanna, Super active disaster manegement