#হাওড়া: নেশার রকমফের আছে। নেশা করে কেউ নিজে রসাতলে যান কেউ আবার আলোর পথযাত্রী হন। এমনই আলোর পথযাত্রী উলুবেরিয়ার হাবিব খান। গোটা দেশে যখন 'লাভ জিহাদ' ট্রেন্ডিং, হিন্দু না মুসলিম প্রশ্ন না তুলে সপরিবারে রক্ত দিয়ে চলেছেন পুজোর আবহে।
করোনা কালে দুর্গাপূজা হোক ইদের উৎসব, সন্তানদের সঙ্গে নিয়ে রক্তদানের উৎসবে হাজির হন উলুবেড়িয়ার বাসিন্দা হাবিব খান ও তার স্ত্রী কাশ্মীরা বেগম। এদিনও তার বাত্যয় হল না, পৌঁছে গেলেন পুজো উপলক্ষ্যে আয়োজিত এক রক্তদান শিবিরে। শুধু রক্তদান করলেন তা নয়, কী ভাবে একটা মানুষ আরেকটা মানুষকে রক্ত দিয়ে প্রাণে বাঁচাতে পারে সরোজমিনে তা হাতে কলমে শেখালেন নিজের দুই খুদে সন্তানকে|
মায়ের শরীরের থেকে রক্ত নেওয়া হচ্ছে সেই দৃশ্য দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরে হাসি ফুটল সন্তানদের মুখে | মহিলাদের রক্তদান করাটা আলাদা ব্যাপার নয়, সে তো হামেশাই ঘটে। তবে গ্রামীণ এলাকায় নিজের সন্তান পরিবার নিয়ে এলাকার রক্তদান শিবিরে হাজির হাওয়াটা একটা নজির বটেই, মানছেন সকলেই | বাবা মায়ের সাহস আর মানবিকতা অনেকটাই দাগ খেয়েছে ছোট্ট আরমান ও রেহানের
কাশ্মীরা বেগম খান এই প্রথম রক্তদান করলেন | কাশ্মীরার দাবি, "এই মহামারীর সময় সমাজের জন্য কিছু করতে চেয়েছিলাম তাই স্বামীর কাছে রক্তদান শিবিরের কথা শুনে উদ্যোগী হলাম |"
তথাকথিৎ হিন্দু উৎসবের মরসুমে পরিবার নিয়ে রক্ত দিতে এসেছেন তা দেখে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন রক্ত সংগ্রহকারী চিকিৎসকরা | কিন্তু অচিরেই সকলে বুঝে যায় ওদের মহৎ উদ্দেশ্য। চিকিৎসক বললেন , এটাই বোধহয় রক্তদান নিয়ে লড়াইয়ের সেরা প্রাপ্তি |
এমন এক সময়ে এই ঘটনা যেখানে অনেকেই সংকোচ, দ্বিধার প্রাচীরে আবদ্ধ। কোভিড থেকে রক্ষা পেতে ঘরেই নিরাপত্তা খুঁজতে ব্যস্ত অনেকে। তার বিপরীতে জীবনরক্ষার লড়াই করছেন যোদ্ধারা। সকলেই বলছেন হাবিব ও কাশ্মীরা আসলে সেই যোদ্ধা, অপরাজেয় নাইট যেন। শুধু কি হাবিব কাশ্মীরা? তা একেবারেই না, পিছিয়ে নেই শেখ গিয়াসুদ্দিন ও তার স্ত্রী আমিশা বেগম , সস্ত্রীক উৎসবের পোশাক বা মণ্ডপে ভিড় জমাতে নয় তারাও হাজির রক্তযোদ্ধা হতে|
সংস্থা বলছে, ব্লাড ব্যাংকার রক্ত শূন্যতা কাটাতে এই পরিবার গুলির উদ্যোগ আজ মাইলস্টোন তৈরf করে দিল| হাবিব ও কাশ্মীরাকে হোক বা গিয়াসুদ্দিন ও আমিশা হোক বহু রক্তগ্রহীতা আজ তাঁদের কুর্নিশ ও সেলাম জানান | নাগরিক সমাজ মানছে, এমন পরিবারেই নিহিত সুন্দর আগামীর বীজ, অনুভবের অক্সিজেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।