#মুর্শিদাবাদ: ভয়াবহ বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের দৌলতাবাদে। নিয়ন্ত্রণ হারিয়ে নলিনী বাস্কে সেতুর রেলিং ভেঙে গোবরা খালে পড়ে যায় যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে অর্থসাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বাসে পঞ্চাশের বেশি যাত্রী ছিলেন খবর। পড়ার সঙ্গে সঙ্গে বাসটি জলে তলিয়ে যায়। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত শিশু-সহ চারজনের দেহ উদ্ধার হয়েছে। বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠে আসেন। বহু লোকের মৃত্যুর আশঙ্কা ৷
খবর পেয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আবাস বিতরণ অনুষ্ঠান ছেড়ে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ৷ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ৷ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য করবে সরকার ৷ এছাড়া গুরুতর জখমদেরও ১ লক্ষ টাকা করে দেওয়া হবে ৷’
মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবহণ সচিবসহ দফতরের কর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। যাচ্ছেন এডিজি ট্রাফিকও।
পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুরোদমে উদ্ধার কাজ চলছে ৷ ক্রেন নামিয়ে চলছে উদ্ধার কাজ, নামানো হয়েছে ডুবুরি ৷ কিছুক্ষণের মধ্যেই বাসটি তোলা যাবে ৷ প্রশাসন সবরকম ব্যবস্থা নিচ্ছে ৷ জেলা প্রশাসনের কর্তারা নজরদারি করছেন ৷ দমকল, অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যাচ্ছি ৷’
দৌলতাবাদে দুর্ঘটনাস্থলে হাইড্রলিক ক্রেন আনা হয়েছে। তবে বাসটি এখনও চিহ্নিত করা যায়নি। তাই ডুবুরি নামানো যায়নি। বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে এনডিআরএফ-এর কর্মীরা। আজ সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। বাসে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত শিশুসহ চারজনের দেহ উদ্ধার হয়েছে। তেরোজন যাত্রী সাঁতরে পাড়ে উঠে যান। আহত ১৩ জনকে মুর্র্শিদাবাদ মেডিক্যালে ভরতি করা হয়েছে। করিমপুর থেকে বহরমপুর যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 5 lakh compensation, CM Mamata Banerjee, Compensation for accident victims, Mursidabad Bus Accident