হোম /খবর /কলকাতা /
মুকুলের জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা, কেন্দ্রীয় সুরক্ষা ছাড়তে চিঠি দিল্লিতে

Mukul Roy Security| সদ্য দলে ফেরা মুকুলের জন্য জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা, কেন্দ্রীয় সুরক্ষা ছাড়তে চেয়ে চিঠি শাহের মন্ত্রকে

তৃণমূলে নতুন ইনিংস শুরু মুকুল রায়ের। ফাইল চিত্র

তৃণমূলে নতুন ইনিংস শুরু মুকুল রায়ের। ফাইল চিত্র

Mukul Roy Security| দ্বিতীয় ইনিংস শুরু করেই মুকুল রায় কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক এখনও সেই চিঠির উত্তর দেয়নি।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: মুকুল রায়কে (Mukul Roy Security) জেড ক্যাটাগরির নিরাপত্তা দেবে রাজ্য। মুকুল পুত্র শুভ্রাংশু পাবে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। যদিও এ বিষয়ে এখনও কোনও অর্ডার বেরোয়নি। তবে সূত্রের খবর, খুব শিগগিরই এই নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন হতে চলেছে। পাশাপাশি দ্বিতীয় ইনিংস শুরু করেই মুকুল রায় (Mukul Roy) কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক এখনও সেই চিঠির উত্তর দেয়নি।

প্রসঙ্গত গতকালই তৃণমূলের নতুন ইনিংস শুরু করেছেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুধুই কাছে টেনে নেননি বুঝিয়ে দিয়েছেন তিনি আগের মতোই অপরিহার্য। মমতার আপ্তবাক্য ছিল ওল্ড ইজ গোল্ড। অন্য দিকে মুকুলও বিজেপি ছেড়ে বুঝিয়ে  দিয়েছেন তিনি ক্রিকেটের গ্যারি সোবার্সের মতো, যিনি কখনওই অপ্রাসঙ্গিক হন না। শুক্রবার থেকেই মুকুল রায় রাজ্যের নিরাপত্তাই ব্যবহার করছেন। আনুষ্ঠানিক ভাবে তাঁকে জেড ক্যাটাগরি দেওয়ার কথা ঘোষণা হতে পারে শিগগিরই। যদিও মুকুলের কাঁচরাপাড়ার বাড়ি বা সল্টলেকের ফ্ল্যাটে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে।

প্রসঙ্গত এবার প্রবীনদের পুনরায় গাঁটছড়া বাঁধার ক্ষেত্রে সেতুবন্ধনের কাজটি করেছেন নবীনরা। তাঁরা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুকুল পুত্র শুভ্রাংশু রায়। মুকুল জায়া কৃষ্ণা রায়ের অসুস্থতায় অভিষেকের সৌজন্যে এবং শুভ্রাংশু কৃতজ্ঞতাতেই বরফ গলছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই শুভ্রাংশুকেও যে দলে গুরুত্ব দেওয়া হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আপাতত তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে রাজ্য। কিন্তু ঠিক কী পদে তিনি কাজ করবেন শুভ্রাংশু, কী হবে তাঁর ভূমিকা, এ নিয়ে এখনও কোনো স্পষ্ট রূপরেখা পাওয়া যায়নি। যদিও মুকুল রায় যে আগের মতোই কাজ করবেন তা নিজেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে একাধিক রাজ্যে ভোট রয়েছে। চাণক্য বলে দলের অন্দরে পরিচিত মুকুল ত্রিপুরার মতো রাজ্যকে হাতের তালুর মতো চেনেন। কাজেই দলকে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁকে ব্যবহার করবেন আগের মতোই, সে বিষয়ে নিঃসন্দেহ থাকা যায়।

-ইনপুট সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Published by:Arka Deb
First published:

Tags: Mamata Banerjee, Mukul roy