এ দিন বিকেল চারটে নাগাদ ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে পৌঁছন সপু্ত্র মুকুল রায়৷ সূত্রের খবর, সেখানে অভিষেকের সঙ্গে বৈঠক শুরু হয়েছে তাঁর৷
সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নিয়েই অভিষেক জানিয়েছিলেন, এবার তৃণমূলকে অন্য রাজ্যে ছড়িয়ে দেওয়া এবং বাংলার বাইরে সংগঠনকে শক্তিশালী করাই হবে তাঁর লক্ষ্য৷ আর এই লক্ষ্যপূরণেই বড় দায়িত্ব দেওয়া হতে পারে মুকুলকেও৷ কারণ অতীতে ত্রিপুরা সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে তৃণমূলের সংগঠন গড়ে তোলার কাজ বেশ কিছুটা এগিয়েছিলেন মুকুল৷ সর্বভারতীয় রাজনীতিতেও অভিজ্ঞতা এবং প্রভাব- দুই-ই রয়েছে তাঁর৷
এর পাশাপাশি নির্বাচনের পরে এমনিতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করছেন অনেক নেতা৷ তার উপর মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়া বিভিন্ন জেলা থেকে বিজেপি-র নিচুস্তরে ভাঙনের খবর আসছে৷ এ ক্ষেত্রে কাদের দলে নেওয়া উচিত, দলে নেওয়ার ক্ষেত্র কোন কোন বিষয়গুলি দেখা হবে, এ সমস্ত বিষয়েও অভিষেকের সঙ্গে মুকুলের আলোচনার সম্ভাবনা রয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর৷
ইতিমধ্যেই খবর মিলেছে, তৃণমূলে যোগ দেওয়ার পরই বেশ কয়েকজন বিজেপি বিধায়ক এবং উত্তরবঙ্গের দুই সাংসদের সঙ্গে ফোনে কথা হয়েছে মুকুল রায়ের৷ ফলে পুরনো দলে ফিরেই ফের স্বমহিমায় মুকুল৷ তবে শুধু মুকুল নয়, তৃণমূলে মুকুল পুত্র শুভ্রাংশুকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে বলেই খবর৷ শুক্রবার অভিষেকই উত্তরীয় পরিয়ে মুকুল রায় এবং শুভ্রাংশুকে তৃণমূলে স্বাগত জানিয়েছিলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, BJP, Mukul roy, TMC