#কলকাতা: যাঁদের ওপর ভরসা করে পঞ্চায়েত ভোটে ভাল ফলের স্বপ্ন, তাঁরা নিজেদের বাঁচাতেই ব্যস্ত। দিলীপ-রাহুল-মুকুল--বিপাকে রাজ্য বিজেপির তিন শীর্ষনেতাই। ভোটের লড়াই ভুলে, নিজেদের বাঁচানোর রাস্তা খুঁজতে বেরিয়ে যাচ্ছে অনেকটা সময়।
তিনজনেই দুঁদে নেতা। পঞ্চায়েত ভোটে রাজ্য বিজেপির অন্যতম ভরসাও বটে। তবে আপাতত প্রবল চাপে তিনজনেই। তথ্য-প্রমাণ হাতে নেই। তবু বিস্ফোরক সব অভিযোগ। দলের অবস্থান ভুলে কমিশনের প্রতি সহানূভূতি দেখিয়ে দলেই প্রশ্নের মুখে রাহুল সিনহা। সদ্য দলে আসা মুকুল রায়ের সামনে অবশ্য আরও বড় ফাঁড়া।
প্রতারণা মামলায় পুলিশ হেফাজতে মুলুকের শ্যালক একই অভিযোগে মামলা মুকুলের বিরুদ্ধে হাইকোর্টে সাময়িক স্বস্তি পেয়েছেন ১৬ মে পর্যন্ত মুকুলকে গ্রেফতার না করার নির্দেশ তবে তার পরে গ্রেফতারির আশঙ্কা থাকছেইআর তাই দলেই প্রশ্ন, এত বিতর্ক সত্ত্বেও কেন ঝাঁপানো হল মুকুলের জন্য ? অস্বস্তিতে রাজ্য সভাপতিও। দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে আরটিআইয়ের নথি জমার নির্দেশ দিয়েছে আদালতে। বেফাঁস কিছু থাকলে বিপদের সম্ভাবনা। বিধায়ক পদ খারিজের দাবিও উঠবে।
পঞ্চায়েতে ভাল ফলের লড়াই পরে হবে। তিন নেতার সামনে এখন অস্তিত্ব রক্ষার লড়াই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Dilip Ghosh, Mukul roy, Panchayat Election 2018, Rahul Sinha, West Bengal BJP