#কলকাতা: দলত্যাগ বিরোধী আইনে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত অভিযোগের শুনানি আগামীকাল শুক্রবার। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আগামীকাল দুপুরে নিজের ঘরে অভিযোগকারী বিজেপি পরিষদীয় দলকে শুনানির জন্য ডেকেছেন। তাঁদের নিজেদের অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ সহ উপস্থিত হতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মুখোমুখি হাইভোল্টেজ মিটিং ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বিস্তর। ইতিমধ্যে অধক্ষ্যকে নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছে বিজেপি। অধ্যক্ষকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এই সাক্ষাৎকার নিয়ে স্বাভাবিক কারণেই তাই প্রবল আগ্রহ রাজনৈতিক মহলে।
বিজেপি পরিষদীয় দল সূত্রে জানা যাচ্ছে, মুকুল রায় প্রকাশ্যে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তার স্বপক্ষে সমস্ত তথ্য প্রমাণ অধ্যক্ষের কাছে পেশ করা হবে। এই সংক্রান্ত ভিডিও ক্লিপিংসও তাঁরা অধ্যক্ষের হাতে তুলে দেবেন।সূত্রের খবর, স্পিকারকে দেওয়ার জন্য বিজেপি যে খসড়া তৈরি করেছে তা মহেশ জেঠমালনির তৈরি। খসড়াটি তৈরিতে সাহায্য করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এই খসড়া নাকি একপ্রস্থ দেখেছেন কল্যাণীর বিধায়ক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অম্বিকা রায়ও। অর্থাৎ আদাজল খেয়েই নমেছে বিজেপি। এখানে রফা না হলে আদালতে যাওয়ার কথাও তাঁরা ইতিমধ্যে জানিয়ে রেখেছে।
তৃণমূল রাজ্য সম্পাদক কুনাল ঘোষ এদিন এই প্রসঙ্গটির অবতারণা হতেই বলেন, এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ সিদ্ধান্ত নেবেন। মুকুল রায় বিজেপির টিকিটে জিতেছেন। পাকা দেখা আর বিয়ের মধ্যে ফারাক আছে। আমরা মুকুল রায়ের হাতে পতাকা দিইনি।
পিএসি চেয়ারম্যান পদ ঘিরে বিজেপি বিধায়কদের পদত্যাগ প্রসঙ্গে কুনালের উক্তি, তুমি ভোগ করবে আর নতুন বিধায়করা ত্যাগ করবে। এসব কেন! প্রসঙ্গত এদিন নন্দীগ্রাম মামলা নিয়েও মুখ খোলেন কুনাল ঘোষ। তিনি বলেন, "শুভেন্দু অধিকারী এই রাজ্যের বিরোধী দলনেতা। আর মামলা নিয়ে যেতে চাইছেন অন্য রাজ্যে। আমাদের পূর্ণ আস্থা আছে হাইকোর্ট ওপর। আমাদের তরফে কোনও অসম্মান নেই৷ বিরোধী দলনেতা অনাস্থা দেখিয়ে অন্য রাজ্যে নিয়ে যেতে চাইছেন। অসংলগ্নতা করছেন বিরোধী দলনেতা। কোথাও ধুক পুক করছে। আশা করছি বিরোধী দলনেতা বুঝবেন।"
-ইনপুট আবীর ঘোষাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mukul roy, Suvendu Adhikari