• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’, সিবিআই জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ মুকুলের

‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’, সিবিআই জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ মুকুলের

কার বিরুদ্ধে এমন অভিযোগ মুকুলের?

কার বিরুদ্ধে এমন অভিযোগ মুকুলের?

কার বিরুদ্ধে এমন অভিযোগ মুকুলের?

 • Share this:

  #কলকাতা: নারদ মামলায় হাজিরা মুকুল রায়ের। সিবিআই দফতরে আজ যান তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরোন মুকুল। অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর আগে রাজ্য রাজনীতিতে এখন নারদ-নারদ। বৃহস্পতিবার নারদ মামলায় গ্রেফতার করা হয় বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে। তিনি একসময় মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। মির্জাকে গ্রেফতারের পরই মুকুলকে নোটিস পাঠায় সিবিআই। বলা হয়, শুক্রবার নিজাম প্যালেজে আসতে। কিন্তু, গতকাল সকালে মুকুল না গিয়ে তাঁর প্রতিনিধিকে পাঠান। হাজিরার জন্য আরও কিছুদিন সময় চান। কিন্তু সেই আরজি খারিজ করে দেয় সিবিআই। তারপরই শনিবার নিজাম প্যালেসে হাজিরা মুকুলের ৷ এ দিন কলকাতায় বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও একান্ত বৈঠক করেন মুকুল রায়। তা হলে কি মুকুলও ঘুঁটি সাজাচ্ছেন? তৃণমূল কটাক্ষ করে বলছে, সবই নাটক। মুকুল রায়কে কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। নারদের স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ তিন বছর আগে রাজ্য রাজনীতিতে ঝড় তোলে। এই ফুটেজের সত্যতা নিউজ এইটিন বাংলা খতিয়ে দেখেনি। তবে, বিজেপির তরফে প্রকাশ করা এই ফুটেজে মির্জাকে টাকা নিতে দেখা গিয়েছিল। এসএমএইচ মির্জা এই টাকা কি মুকুল রায়ের হয়ে নিয়েছিলেন? ম্যাথু স্যামুয়েল তেমনই দাবি করেছেন। এই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজেই মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের ৷

  First published: