corona virus btn
corona virus btn
Loading

গান গেয়ে, নেচে নেচে বৌমাকে বরণ করলেন শাশুড়িরা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

গান গেয়ে, নেচে নেচে বৌমাকে বরণ করলেন শাশুড়িরা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তুন বাড়ির দরজায় যখন বরণ ডালা নিয়ে এমন শাশুড়ি, ননদরা অপেক্ষা করে তখন সেই অজানা ভয়ের কালো মেঘ কেটে রোদ উঠতে বাধ্য ৷

  • Share this:

#কলকাতা: ঘরে লক্ষ্মীর পা পড়েছে ৷ সকলে তাই ভীষণ খুশি ৷ নেচে, গেয়ে বৌকে ঘরে তুললেন তাঁরা ৷ আজ যখন বাঙালি বিয়েতে মেহেন্দি, সঙ্গীতের রমরমা...তখন খাস কলকাতার বুকে একেবারে খাঁটি বাঙালি রীতিতে ‘বধূবরণ’ করে চমকে দিল বাগচী পরিবার ৷ সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে কাটুয়া, উন্নাও, গুরগাঁওয়ের মতো ঘটনায় চোখ আটকে যাবে ৷ অত দূরে যাওয়ার দরকার নেই, পাশের গ্রামে বা পাশের পাড়াতেই কান পাতলে শোনা যাবে বধূ নির্যাতন বা পণের জন্য বধূহত্যার মতো ঘটনা ৷ সেই দুনিয়াকেই যেন অন্য রূপ দেখালেন বাগচী বাড়ির বরিষ্ঠ মহিলারা ৷

ঘরের বৌ...সে তো মেয়েরই মতো ৷ নিজের চেনা গণ্ডি ছেড়ে যখন নতুন জগতের দিকে সে পা বাড়ায়..মনের মধ্যে অনেক দোলাচল, অনেক শঙ্কা ভিড় করতে থাকে ৷ কিন্তু নতুন বাড়ির দরজায় যখন বরণ ডালা নিয়ে এমন শাশুড়ি, ননদরা অপেক্ষা করেন তখন সেই অজানা ভয়ের কালো মেঘ কেটে রোদ উঠতে বাধ্য ৷

 নবদম্পতি ৷ অর্জুন ও তমশ্রী ৷ ছবি: ফেসবুক৷
নবদম্পতি ৷ অর্জুন ও তমশ্রী ৷ ছবি: ফেসবুক৷

দক্ষিণ কলকাতার বাসিন্দা অর্জুন বাগচীর সঙ্গে উত্তর কলকাতার তমশ্রী দত্তের বিয়ে হয়েছে ১০ জুন ৷ প্রেম নয়, দেখাশোনা করে বিয়ে তাঁদের ৷ কিন্তু শ্বশুরবাড়িতে ঢুকতেই যে অভ্যর্থনা পেলেন তমশ্রী তাতে আপ্ল‌ুত নতুন বৌ ৷ ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন দম্পতির সামনে বরণডালা, শ্রী নিয়ে গান গেয়ে, নেচে নেচে তাঁদের বরণ করছেন বাড়ির এয়োস্ত্রীরা ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয় ৷ অর্জুনের পড়াশোনা সাউথ পয়েন্ট থেকে ৷ তারপর সেন্ট জেভিয়ার্স ৷ তমশ্রী নৃত্যশিল্পী ৷ মমতা শঙ্কর ডান্স কোম্পানির ছাত্রী তিনি ৷ সবে বিয়ে হয়েছে ৷ গতকাল ছিল রিসেপশন ৷ এই মুহূর্তে তাই বাড়ির কাজে খুবই ব্যস্ত অর্জুন ৷ তবু News18 Bangla.com-কে সলজ্জ মুখে অর্জুন জানালেন, আগে থেকে কিছুই প্ল্যানড ছিল না ৷ বাড়ির মা-কাকিমারা মিলে হঠাৎই এমন একটা পরিকল্পনা করেন ৷ ভাবতে পারিনি সেটা এত জনপ্রিয় হবে ৷

First published: June 13, 2019, 5:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर