#হাবড়া: ফের জ্বরে মৃত্যু হল হাবড়ায়৷ রবিবার দুজনের মৃত্যু হয়। হাবড়া ১ নম্বর ওয়ার্ডের পূর্ব ডহরথুবা এলাকার ঘটনা। মৃতার নাম সুমিত্রা সেন ,বয়স ৪১ । বৃহস্পতিবার রাতে তার জ্বর হয়৷ শুক্রবার বিকেলে হাবড়া হাসপাতালে ভর্তি হয় । হাবড়া থেকে গতকাল বিকেলে তাকে রেফার করা হয় আইডি হাসপাতালে৷ শনিবার রাতেই তাঁর মৃত্যু হয় । ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর কথা উল্লেখ রয়েছে ।
আরও পড়ুনপ্রচার চলছে, কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমছে কোথায়? আতঙ্কে বাসিন্দারা...
সুমিত্রা দেবীর ছেলে দশম শ্রেণীর ছাত্র সুমিত সেন৷ সেও গত এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত৷ তাকেও বেলেঘাটা আইডি হাসপাতাল ভর্তি করা হয়েছে । ঘটনায় এলাকার পরিছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা । এই খবর ছড়িয়ে পড়তেই পুরসভার উদ্যোগ নজরে পড়ে৷ দেখা গেল জঙ্গল কাটা থেকে শুরু করেছে সাফাই অভিযান চলছে পুরসভার। পুরসভার তরফে বেশ কয়েকটি জঙ্গলা জমি চিহ্নিত করে নোটিশ করা হয়েছে জমির মালিকদের ।