#সল্টলেক: বাবার অবৈধ সম্পর্কের জেরে আত্মহত্যার (Suicide) পথ বেছে নিল মা৷ যার জেরে পুলিশের দ্বারস্থ হল কিশোরী৷ মেয়ের অভিযোগের ভিত্তিতেই বাবাকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতের নাম সঞ্জয় কুমার পাত্র৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে সল্টলেকের (Salt Lake) বিচিত্রা আবাসনে৷ পুলিশ সূত্রে খবর, ২০০৫ সালে অভিযুক্তের সঙ্গে বিয়ে হয় দ্বিতীয় বার বিয়ে হয় সোমা চৌধুরী নামে ওই মহিলার৷ যদিও ওই কিশোরী তাঁর মায়ের প্রথম পক্ষের বিয়ের সন্তান ছিল৷ মেয়ে এবং স্বামীর সঙ্গে সল্টলেকের বিচিত্রা আবাসনে থাকতেন ওই সোমাদেবী৷
আরও পড়ুন: প্রেমিকের বাড়ির সামনে ছ' দিনের ধর্নাতেও কাজ হল না, চরম পদক্ষেপ প্রেমিকার
অভিযোগ, সোমাদেবীকে বিয়ের পরেও একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক বজায় রাখত সঞ্জয়৷ এ নিয়ে দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত৷ বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রতিবাদ করলে সঞ্জয় সোমাদেবীকে মারধরও করতেন বলে অভিযোগ৷
আরও পড়ুন: মামীর সঙ্গে ভাগ্নের পরকীয়া, শুধু সন্দেহের বশেই দুর্গাপুর দেখল এক হাড়হিম ঘটনা!
বৃহস্পতিবার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চরমে পৌঁছয়৷ অভিযোগ, সেই সময় সঞ্জয় পাত্রের প্ররোচনাতেই বিষ খান সোমাদেবী৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷ মায়ের মৃত্যুর পরই বাবার বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরী৷ সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ৷ আজই তাঁকে আদালতে পেশ করবে পুলিশ৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অরগ্যানিক ফসফেট খেয়ে আত্মঘাতী হন সোমাদেবী৷ তাঁর কাছে কী ভাবে এই বিষ পৌঁছল, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
Anup Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।