# কলকাতা : টিটাগড়ের দাপুটে বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় ধৃত মোস্ট ওয়ান্টেড শার্প শুটার অনিস ঠাকুরকে তামিলনাড়ু থেকে কলকাতায় নিয়ে এল সিআইডি। আগামী ২২ ফেব্রুয়ারি টি - আই প্যারেড করার নির্দেশ আদালতের। অনীশকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে। সিআইডি সূত্রে খবর,মনীশ শুক্লা খুনের ঘটনার দিন শার্প শুটার অনীশ গুলি চালিয়েছিল। ঘটনার দিন অনীশ বিহার জেলে বন্দী সুবোধ সিংকে দশ বার ফোন করে কথা বলেছিল। শুধু তাই নয়, বারাকপুরে ধৃত সুবোধ রায়ের সঙ্গেও কথা হয় অনিশের।
সিআইডি সূত্রে খবর, গুলি চালানোর পর ফোন নষ্ট করে ফেলে দেয় অনিশ। ফলে অনিসকে জেরা করে ওই ফোন কোথায় ফেলেছিল তা জানার চেষ্টা করবে সিআইডি, চলছে বাকি শার্প শুটারদের খোঁজ।
গত বছর ৪ অক্টোবর খুন হন মনীষ শুক্লা। টিটাগড়ে পার্টি অফিসের সামনে ঢিল ছোড়া দূরত্বে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় দাপুটে নেতাকে। ঘটনার তদন্তভার নেয় সিআইডি। গ্রেফতার করা হয় মূল ষড়যন্ত্রকারী নাসির আলি মন্ডল, শার্প শুটার সুজিত রাই , রোশান কুমার, মোহাম্মদ খুররাম খান, গুলাব আলি শেখ, সুবোধ রায়, পবন রায়, অমর যাদব, গুলাব ও রাজা রায় । প্রায় অষ্টআশি দিনের মাথায় চার্জশিট পেশ করে সিআইডি । সন্দেহভাজনের তালিকায় রয়েছে ১২ জনের নাম, এরমধ্যে রয়েছে দুই বিদায়ী পুরপ্রশাসকের নামও। টি আই প্যারেডের পর অনীশকে হেফাজতে নিয়ে জেরা করবে সিআইডি, যার ফলে তদন্তের গতি বাড়বে বলে মনে করছেন তদন্তকারীরা।ARPITA HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।