#কলকাতা: বৃহস্পতিবার রাজ্যে নতুন সংক্রামিতের সংখ্যা ছিল ২৮০০-র মতো৷ শুক্রবার একধাক্কায় তা বেড়ে হল ৩৬৪৮৷ ফলে প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা৷ সঙ্গে বাড়ছে উদ্বেগও৷
রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে৷ তার মধ্যে ৬ জন কলকাতার বাসিন্দা৷ গত চব্বিশ ঘণ্টায় নতুন আক্রান্তের নিরিখেও সবার উপরে রয়েছে কলকাতা৷ গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা ৯৮৭৷ উত্তর চব্বিশ পরগণাতেও নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৪ জন৷ অর্থাৎ মোট আক্রান্তের সিংহভাগই কলকাতা এবং উত্তর চব্বিশ পরগণার৷
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যে নির্বাচনের প্রচারই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নেপথ্যে অন্যতম প্রধান কারণ৷ সঙ্গে যোগ হয়েছে সাধারণ মানুষের একাংশের গাছাড়া মনোভাব৷ করোনা সংক্রমণ বাড়তে থাকায় অবশ্য ইতিমধ্যেই পদক্ষেপ করতে শুরু করেছে রাজ্য প্রশাসন৷ কয়েকদিনের মধ্যেই রাজ্য সরকারি অফিসগুলিতে ফের ৫০ শতাংশ হাজিরার নিয়ম চালু হচ্ছে৷ করোনা নিয়ন্ত্রণে সরকারি কমিটিগুলিকে ফের সক্রিয় হতে বলা হয়েছে৷ যে জেলাগুলিতে নির্বাচন মিটে যাচ্ছে, সেখানেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে স্থানীয় প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে৷
মহারাষ্ট্র, ছত্তীসগড়, পঞ্জাব, কর্ণাটকের মতো রাজ্যে করোনা পরিস্থিতি ফের ভয়াবহ রূপ নিয়েছে৷ অনেক জায়গাতেই স্থানীয় ভাবে লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে৷ বেশ কিছু শহরে শুরু হয়েছে নাইট কারফিউ৷ বাংলাতেও যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, আপাতত সেটা নিশ্চিত করাই রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus