• Home
  • »
  • News
  • »
  • kolkata
  • »
  • সামনেই পুজো ! কেনাকাটির সুবিধার জন্য রবিবারে বাড়ানো হল মেট্রোর সংখ্যা !

সামনেই পুজো ! কেনাকাটির সুবিধার জন্য রবিবারে বাড়ানো হল মেট্রোর সংখ্যা !

ছুটির দিনে সকলেই কেনাকাটা করতে বের হন। সে কথা মাথায় রেখেই নতুন ঘোষণা মেট্রোর।

ছুটির দিনে সকলেই কেনাকাটা করতে বের হন। সে কথা মাথায় রেখেই নতুন ঘোষণা মেট্রোর।

ছুটির দিনে সকলেই কেনাকাটা করতে বের হন। সে কথা মাথায় রেখেই নতুন ঘোষণা মেট্রোর।

  • Share this:

#কলকাতা: সামনেই বাঙালির কাছে সব থেকে বড় উৎসব দুর্গা পুজো। এই সময় কেনাকাটা করার জন্য দোকানে দোকানে ভিড় জমান মানুষ। তবে প্রতিবারের মতো এবছরের চিত্রটা একেবারেই এক নয়। বিশ্বে করোনা ভাইরাসের হানার পর বদলে গিয়েছে সব কিছুই। দীর্ঘ লকডাউনের পর সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সেই মতো কলকাতায় চালু হয়েছে মেট্রো। করোনা এবং মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু সতর্কতা মেনেই চলছে মেট্রো। তবে পুজোর সময় রবিবারগুলোতে মেট্রোতে একটু ভিড় বেশি হয়। ছুটির দিনে সকলেই কেনাকাটা করতে বের হন। সে কথা মাথায় রেখেই নতুন ঘোষণা করল মেট্রো।

সে কথা ভেবেই রবিবার (১৮ অক্টোবর)-এও মেট্রোর সংখ্যা বাড়াল কর্তৃপক্ষ। বর্তমানে রবিবার ৫৮টি মেট্রো চলাচল করে । এবার সেই সংখ্যা বেড়ে হবে ৬৪টি। সকাল ১০.১০ থেকে রাত সাড়ে নটা পর্যন্ত পরিষেবা মিলবে। রবিবারে নোয়াপাড়া থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮.২৩ মিনিটে।

মেট্রোর দেওয়া তথ্য অনুযায়ী, এখন সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ১২২টি মেট্রো চলাচল করে। আগামী সোমবার (১২ অক্টোবর) থেকে এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে ১৪৬। বর্তমানে দমদম হোক বা কবি সুভাষ দু'টি স্টেশন থেকেই শেষ মেট্রো ছাড়ে রাত আটটা। এবার সেই সময়টাকে আরও আধঘণ্টা পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে আটটায়। আর নোয়াপাড়া থেকে মেট্রো ছাড়বে রাত ৮টা ২৫ মিনিটে। আপাতত পুজোর কথা মাথায় রেখে, মানুষের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

ABIR GHOSAL 

Published by:Piya Banerjee
First published: