Home /News /kolkata /

বাংলায় ঢুকেই দুর্বল মৌসুমী বায়ু, তাপপ্রবাহ চলবে বর্ষাতেও

বাংলায় ঢুকেই দুর্বল মৌসুমী বায়ু, তাপপ্রবাহ চলবে বর্ষাতেও

একদিকে বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ ৷ অন্যদিকে জ্বলন্ত আঁচে ঝলসে উঠছে দক্ষিণ ৷ রাজ্যে পা রেখে এমনই ভেল্কি দেখাতে শুরু করল মৌসুমী বায়ু ৷ মারাত্মক গরম আর তাপপ্রবাহের জেরে এখন নাভিঃশ্বাস শহরবাসীর ৷

 • Share this:

  #কলকাতা: একদিকে বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ ৷ অন্যদিকে জ্বলন্ত আঁচে ঝলসে উঠছে দক্ষিণ ৷ রাজ্যে পা রেখে এমনই ভেল্কি দেখাতে শুরু করল মৌসুমী বায়ু ৷ মারাত্মক গরম আর তাপপ্রবাহের জেরে এখন নাভিঃশ্বাস শহরবাসীর ৷ কিন্তু এই মুহূর্তে গরম কমার কোনও ইঙ্গিত মিলল না আলিপুর আবহাওয়া দফতরের তরফে ৷ বরং আবহাওয়াবিদরা জানালেন তাপপ্রবাহ অব্যাহত থাকবে দক্ষিণজুড়ে ৷ অর্থাৎ বর্ষাতেও তাপপ্রবাহ চলবে রাজ্যে ৷ মৌসুমী বায়ু দুর্বল হওয়ায় আগামী আরও দু’দিন তাপপ্রবাহ চলবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ৷ সঙ্গে জারি থাকবে অস্বস্তিকর আবহাওয়াও ৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণী হাওয়ার বদলে রাজ্যে বইছে পশ্চিমী বাতাস ৷ এর জেরেই চরম অস্বস্তি অনুভূত হচ্ছে ৷ অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলাতে বৃষ্টি চলচে ক্রমাগত ৷ হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি আর উত্তর দিনাজপুরে এখনই বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই ৷

  আরও পড়ুন: কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি, দক্ষিণবঙ্গে গরম বাড়বে আরও !

  First published:

  Tags: Forecast, Heat, Monsoon, South Bengal, Summer, Temperature

  পরবর্তী খবর