#কলকাতা: বর্ষা-বিদায় পর্ব শুরু হয়েছে বাংলায় (Monsoon to leave Bengal)। বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর ও শিলিগুড়ির কিছু অংশে বর্ষা বিদায় নিয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাংলা থেকেই বর্ষা বিদায় নেবে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে তার আগে বৃষ্টির সম্ভাবনা থাকছেই।
হাওয়া অফিসের অনুমান, দশমীতে দিনভর বৃষ্টি হবে। অষ্টমীতে দু-এক পশলা বৃষ্টি। বৃষ্টি কিছুটা বাড়বে নবমীতে। অর্থাৎ শনিবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হবে। রবি ও সোমবার ভারী বৃষ্টির সর্তকতা-এমনটাই জানাল হাওয়া অফিস।
বর্ষার বিদায়রেখা শিলিগুড়ি মালদা শান্তিনিকেতন বারিপদা ইন্দোর রাজকোট হয়ে পোরবন্দর পর্যন্ত বিস্তৃত। পরিস্থিতি অনুকূল হয় দেশের বাকি অংশ থেকেও খুব শীঘ্রই বর্ষা বিদায় নেবে।
ঘূর্ণাবর্তের ঘূর্ণিপাক
পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আন্দামান সাগরে। এই ঘূর্ণাবর্তটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি করবে আগামীকাল । বুধবার নিম্নচাপ তৈরি হয়ে সেটি শুক্রবার উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে অবস্থান করবে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলে শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে 50 থেকে 65 কিলোমিটার গতিবেগ পর্যন্ত।
এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আগামী চার পাঁচ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে। হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বাংলাতেও। আগামী কয়েকদিন মধ্য মহারাষ্ট্র কোঙ্কন ও গোয়া কেরালা তামিলনাড়ু এবং কর্নাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতার আজকের আবহাওয়া
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকায় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিও বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৫ শতাংশ।
আরও পড়ুন-সপ্তমী থেকে দশমী, কোথায় কতটা বৃষ্টি, পুজোর আবহাওয়া আপ়ডেট রইল
আজ পরিষ্কার আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ । বৃষ্টির সম্ভাবনা কম।কাল থেকে দক্ষিণবঙ্গের উপকূল এলাকাতে বৃষ্টি শুরু হবে। বুধবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টি সামান্য বাড়বে। উপকূল ও সংলগ্ন জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে সর্বত্র হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। রবি ও সোমবারে বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়।
উত্তরবঙ্গের সম্ভাবনা
উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ । বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গ জুড়ে। রবি ও সোমবার এ ভারী বৃষ্টির সর্তকতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Weather Update