হোম /খবর /কলকাতা /
সোমার টাকা সরেছে অন্য অ্যাকাউন্টে, দুর্নীতির টাকা হাতবদল? সন্দেহ ইডির

সোমার অ্যাকাউন্ট থেকে টাকা সরেছে অন্য অ্যাকাউন্টে, দুর্নীতির টাকারই হাতবদল? সন্দেহ ইডির

সোমার অ্যাকাউন্ট থেকে টাকা সরেছে অন্য অ্যাকাউন্টে

সোমার অ্যাকাউন্ট থেকে টাকা সরেছে অন্য অ্যাকাউন্টে

ইডির তরফে বারে বারে দাবি করা রয়েছে কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬.৫ কোটি টাকা এসেছে, আবার সেই টাকা বেরিয়ে গেছে বিভিন্ন অ্যাকাউন্টে।সেই লেনদেনের সূত্র ধরেই ইডি কর্তারা হদিশ পেয়েছেন এই সোমা চক্রবর্তীর।

  • Share this:

কলকাতা: ‘ঋণ’ বাবদ কয়েক ধাপে টাকা দিয়েছেন কুন্তল ঘোষ। ইডি জিজ্ঞাসাবাদে এমনই তথ্য দিয়েছেন সোমা চক্রবর্তী। যা মানতে নারাজ ইডি কর্তারা। ইডি সূত্রে দাবি, এখনও পর্যন্ত এমন চার থেকে পাঁচটি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে, যেখানে সোমার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে। তাতেই ইডির সন্দেহ নিয়োগ দুর্নীতির টাকা এই ভাবেই অ্যাকাউন্ট বদল করে করে পৌঁছে দেওয়া হয়েছে প্রভাবশালীদের কাছে। তাই ঋণের তত্ত্ব মানতে নারাজ ইডি। এমনকি এই সোমার মাধ্যমে কয়েক জন চাকরি প্রার্থীর সুপারিশও এসেছিল কুন্তলের কাছে, সেই তথ্য পেয়েছে ইডি। তবে নগদে লেনদেন নিয়ে মুখ খোলেননি সোমা। ইডি সূত্রে খবর, সোমার ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত আরও তথ্য দিতে বলা হয়েছে।

ইডির তরফে বারে বারে দাবি করা রয়েছে কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬.৫ কোটি টাকা এসেছে, আবার সেই টাকা বেরিয়ে গেছে বিভিন্ন অ্যাকাউন্টে।সেই লেনদেনের সূত্র ধরেই ইডি কর্তারা হদিশ পেয়েছেন এই সোমা চক্রবর্তীর। তারপরই তাকে তলব করা হয়েছিল।

আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ সিবিআইয়ের, তলবের তালিকায় দারুণ চমক!

২০২০ সালের পর থেকে সোমার অ্যাকাউন্টে টাকা এসেছে। তবে সেই টাকা আবার সরানো হয়েছে অন্য অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টগুলো এবার ইডির নজরে। ইডি সূত্রে খবর, শুধু সোমা নন, এমন আরও বেশ কয়েকজনকে ইতিমধ্যে খতিয়ে দেখেছে ইডি, যাঁদের অ্যাকাউন্টে টাকা গেছে কুন্তলের থেকে। যা ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে সোমা দাবি করেছেন ঋণ বাবদ তিনি এই টাকা নিয়েছিলেন। তাহলে কি নিয়োগ দুর্নীতির টাকা সাদা করার কৌশলে ব্যবসায় বিনিয়োগ হয়েছে? এই বিষয়টিও ঘটতে পারে বলে মনে করছেন ইডি কর্তাদের একাংশ।

আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা

 ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিতে যে আর্থিক লেনদেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছে, তাতে ভাড়া করে অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে। ইডির দাবি, বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল বিপুল অর্থের লেনদেন করার জন্য বলে দাবি ইডির। একইসঙ্গে ইডির দাবি রাজ্য জুড়ে কুন্তলের ২২ জন এজেন্টের হদিশ পাওয়া গেছে। যারা কুন্তলের হয়ে বিভিন্ন চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। এই এজেন্টদের মাধ্যমেও জেলা থেকে কুন্তলের কাছে টাকা পৌঁছেছে বলে দাবি ইডির।
Published by:Rachana Majumder
First published:

Tags: Kuntal Ghosh