কলকাতা: ‘ঋণ’ বাবদ কয়েক ধাপে টাকা দিয়েছেন কুন্তল ঘোষ। ইডি জিজ্ঞাসাবাদে এমনই তথ্য দিয়েছেন সোমা চক্রবর্তী। যা মানতে নারাজ ইডি কর্তারা। ইডি সূত্রে দাবি, এখনও পর্যন্ত এমন চার থেকে পাঁচটি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে, যেখানে সোমার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে। তাতেই ইডির সন্দেহ নিয়োগ দুর্নীতির টাকা এই ভাবেই অ্যাকাউন্ট বদল করে করে পৌঁছে দেওয়া হয়েছে প্রভাবশালীদের কাছে। তাই ঋণের তত্ত্ব মানতে নারাজ ইডি। এমনকি এই সোমার মাধ্যমে কয়েক জন চাকরি প্রার্থীর সুপারিশও এসেছিল কুন্তলের কাছে, সেই তথ্য পেয়েছে ইডি। তবে নগদে লেনদেন নিয়ে মুখ খোলেননি সোমা। ইডি সূত্রে খবর, সোমার ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত আরও তথ্য দিতে বলা হয়েছে।
ইডির তরফে বারে বারে দাবি করা রয়েছে কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬.৫ কোটি টাকা এসেছে, আবার সেই টাকা বেরিয়ে গেছে বিভিন্ন অ্যাকাউন্টে।সেই লেনদেনের সূত্র ধরেই ইডি কর্তারা হদিশ পেয়েছেন এই সোমা চক্রবর্তীর। তারপরই তাকে তলব করা হয়েছিল।
আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ সিবিআইয়ের, তলবের তালিকায় দারুণ চমক!
২০২০ সালের পর থেকে সোমার অ্যাকাউন্টে টাকা এসেছে। তবে সেই টাকা আবার সরানো হয়েছে অন্য অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টগুলো এবার ইডির নজরে। ইডি সূত্রে খবর, শুধু সোমা নন, এমন আরও বেশ কয়েকজনকে ইতিমধ্যে খতিয়ে দেখেছে ইডি, যাঁদের অ্যাকাউন্টে টাকা গেছে কুন্তলের থেকে। যা ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে সোমা দাবি করেছেন ঋণ বাবদ তিনি এই টাকা নিয়েছিলেন। তাহলে কি নিয়োগ দুর্নীতির টাকা সাদা করার কৌশলে ব্যবসায় বিনিয়োগ হয়েছে? এই বিষয়টিও ঘটতে পারে বলে মনে করছেন ইডি কর্তাদের একাংশ।
আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kuntal Ghosh