#কলকাতা: বাগানেই জেজে-সনি। ইটিভি নিউজ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই দাবি মোহনবাগান কোচ সঞ্জয় সেনের। একইসঙ্গে আই লিগের জন্য আনাস-সহ একাধিক ফুটবলারের জন্য জাল ফেলছেন বাগান কর্তারা।
৭ জানুয়ারি থেকে শুরু এই মরসুমের আই লিগ। তার আগে বাগান সমর্থকদের জন্য সুখবর দিলেন মোহন কোচ সঞ্জয় সেন। সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিলেন, সবুজ-মেরুন জার্সিতেই মাঠে নামছেন সনি নর্ডি এবং জেজে লালপেখলুয়া। এই ব্যাপারে কর্তাদের সমর্থন আদায় করেছেন বলেও দাবি সঞ্জয়ের। দলবদলের বাজারে একে অপরকে টেক্কা দিচ্ছে দুই প্রধান। ইতিমধ্যেই ওয়েডসনকে জার্সি পড়িয়েছে ইস্টবেঙ্গল। এই ব্যাপারে সতর্ক বাগান কোচ। তাঁর মতে, আগের দলকে ধরে রাখা হবে। তবে কর্তাদের দেওয়া তালিকায় রয়েছে দিল্লি ডায়নামোসের ডিফেন্ডার আনাস, চেন্নাইয়ানের লেফট ব্যাক সেনা রালতের নাম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jeje, Mohun Bagan, Sony Norde, মোহনবাগান