#কলকাতা: মহম্মদ শামি-হাসিন জাহানের টালমাটাল সম্পর্কের ভবিষ্যত কী ? প্রশ্নটা ঘুরছে ক্রিকেট মহল্লা থেকে বাড়ির অন্দর-মহলে। সমঝোতা কি আদৌ সম্ভব ? শামির পরিবারের তরফে অবশ্য সেরকম-ই ইঙ্গিত। উত্তরপ্রদেশের মোরাদাবাদে শামির বাড়ি থেকে শহরে ৪ আত্মীয়। হাসিনের আইনজীবীর মধ্যস্থতায় আলোচনায় দুপক্ষ।
হাসিনের পরকীয়া ইয়র্কারে বোল্ড শামি। একের পর এক মহিলার সঙ্গে মহম্মদ শামির সম্পর্ক। চ্যাট হিস্ট্রি। কথোপকথনের অডিও ক্লিপ। অভিযোগের সপক্ষে স্বামীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্যপ্রমাণ সামনে এনেছিলেন হাসিন জাহান। কলকাতা পুলিশের কাছে দায়ের করেছেন অভিযোগও। নিজের দাবিতে অনড় থাকা সত্ত্বেও সংসার বাঁচাতে সমঝোতার বার্তা ছিল হাসিনের।
দূর উত্তরপ্রদেশে থেকেও সাড়া দিয়েছিলেন মহম্মদ শামি। সংসার, সন্তানের জন্য কথা বলতে চেয়েছিলেন হাসিনের সঙ্গে। সেই মত সোমবার কলকাতায় আসেন শামির ৩ আত্মীয় ও ১ বন্ধু। সকালে ব্যাঙ্কশাল কোর্ট চত্ত্বরে হাসিনের আইনজীবী জাকির হুসেনের চেম্বারে আলোচনায় বসে দুপক্ষ। শামির দেওয়া প্রস্তাব নিয়ে সকাল সাড়ে ১১টা থেকে আধঘণ্টা আলোচনার পর চেম্বার ছাড়েন শামির আত্মীয়রা। পরে শামির দেওয়া প্রস্তাব নিয়ে ঘণ্টাখানেক আইনজীবী জাকির হুসেনের সঙ্গেও আলোচনা করেন হাসিন। পরে লালবাজারে যান। এদিকে মহম্মদ শামির বিরুদ্ধে তদন্তে আরও কোমর বাঁধল কলকাতা পুলিশ। তদন্তে সহযোগিতা চেয়ে চিঠি দিল বোর্ডকে। দুবাইতে কেন থেকে গিয়েছিলেন ? দুবাইতে শামির ভিসা নিয়ে সংশয় কাটাতে বোর্ডের কাছ থেকে তথ্য চাইছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hasin Jahan, Mohammad Shami