#নয়াদিল্লি: পরকীয়ায় অভিযুক্ত ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। সোশাল সাইটে পরকীয়ার অভিযোগ করেছেন স্ত্রী হাসিন জাহান। স্বামীর বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কের বিস্ফোরক অভিযোগও করেছেন তিনি। এমনকী শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে শামির বিরুদ্ধে ৪৯৮এ ধারায় মামলাও করছেন হাসিন জাহান। বহুবার চেষ্টা করেও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শামির।
সোশাল সাইটে হাসিন জাহানের বিস্ফোরক পোস্ট ঘিরে চাঞ্চল্য। টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী। বিভিন্ন মহিলার সঙ্গে শামির চ্যাটিংয়ের তথ্য পোস্ট করেন হাসিন। সোশাল নেটওয়ার্কেই পরিজনরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন তাঁকে। কিন্তু কোনওভাবেই মানতে নারাজ শামির স্ত্রী। হাসিনের দাবি, এই নিয়ে
-শামির সঙ্গে দীর্ঘদিন কথা হলেও সমস্যা মেটেনি
-উলটে ঘটনার কথা অস্বীকার করেন শামি
-এমনকী তাঁকে নানাভাবে হুমকিও দেওয়া হয়
এরপরই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন হাসিন জাহান। স্বামীর বিরুদ্ধে ৪৯৮এ ধারায় নির্যাতনের মামলা করছেন তিনি।
বেশ কয়েক বছর আগে শামির সঙ্গে পরিচয় হয় হাসিনের।
সম্পর্কের টানাপোড়েন
-সিউড়ির বাসিন্দা হাসিন জাহান কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন-কেকেআরে খেলার সুবাদেই শামির সঙ্গে হাসিনের পরিচয়। তা থেকেই প্রেম, বিয়ে-শামি-হাসিনের একটি কন্যা সন্তান রয়েছে-২০১৫-র পর থেকে সম্পর্কে চিড় ধরতে শুরু করে-দিনকয়েক ধরে সম্পর্ক তলানিতে ঠেকে-শামির বিরুদ্ধে স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে
দেওধর ট্রফি খেলতে শহরের বাইরে আছেন মহম্মদ শামি। দেওধর ট্রফি খেলেই দিল্লিতে আইপিএলের প্রস্তুতিতে তাঁর যোগ দেওয়ার কথা। এরমধ্যে পরকীয়ার অভিযোগ ভারতীয় পেসারকে বেশ অস্বস্তিতেই ফেলেছে।