#কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে মঙ্গলবারই প্রকাশ্যে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। পরের দিনই দু’জনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, দুজনকেই সাংবিধানিক পদমর্যাদা রক্ষার পরামর্শ দিয়েছেন রাজনাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুজনের কাছ থেকে উত্তর ২৪ পরগনার পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবরও নিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে তৃণমূল। তার প্রতিলিপি দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও। তা নিয়ে রাজনৈতিক তরজায় জড়িয়েছে তৃণমূল আর বিজেপি। রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতারা খোলাখুলিই রাজ্যপালের পক্ষে দাঁড়িয়েছেন।
অন্যদিকে পুরো ঘটনাকে ‘মেকি’ বলেই বর্ণনা করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷ সেলিমের কথায়,‘প্রশাসনকে জবাব দিতে হবে ৷ কোথায় ছিল এতদিন প্রশাসন? মানুষের নিরাপত্তা সরকারের দায়িত্বসম্প্রীতি রক্ষা করা দায়িত্ব ৷ যে পুলিশ মিছিল করলে বীরপুঙ্গব হয়ে ওঠে ৷ দাঙ্গাবাজদের সময় কোথায় যায় তারা? এ দায়িত্ব মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না ৷ মুখ্যমন্ত্রীর সর্বদলীয় বৈঠক ডাকা উচিত ৷ সেনা নামানো উচিত ওই এলাকায়’
‘এটা কোনও ব্যক্তির ব্যাপার নয় ৷ উনি ওটাকে ব্যক্তিগত কোন্দলে নিয়ে এসেছেন ৷ রাজ্যপাল-মুখ্যমন্ত্রী মেকি কাজিয়া৷ সম্প্রীতি রক্ষায় সরকার পদক্ষেপ করুক ৷ ’