#কলকাতা: রবিবার শুরু হয়েছিল লড়াই। আদালতের নির্দেশ আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রথম দফার যুদ্ধে নৈতিক জয় হল। সিবিআই বনাম রাজীব কুমারের প্রশাসনিক ও আইনি লড়াইকে রাজনৈতিক লড়াইয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা করেছিলেন তিনি, তাও সফল।
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা। প্রতিবাদে রবিবার রাত থেকে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়িয়েছেন বিরোধীরাও। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। আদালতের নির্দেশে স্পষ্ট হল, প্রথম দফার লড়াইয়ে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রীই।
আরও পড়ুন: এখনই গ্রেফতার নয়, রাজীব কুমারকে CBI-র সামনে হাজিরার নির্দেশ সুপ্রিম কোর্টের
এদিনও রাজীব কুমারের পাশেই দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালত গ্রেফতারির নির্দেশ না দেওয়ায় ধন্যবাদ দিয়েছেন তিনি।
সুপ্রিম নির্দেশের পর সিবিআই-এর বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত হানছে মোদি সরকার।
ধরনা মঞ্চ থেকে মমতা ফের নিশানা করেছেন নরেন্দ্র মোদিকে। তাঁর মন্তব্য, ২০১৯-এ আর ফিরবেন না মোদি।
মমতার ধরনায় প্রথম থেকেই জাতীয় স্তরের বিরোধীরা সমর্থন জানিয়েছেন। মোদির বিরুদ্ধে লড়াইয়ে ফের একবার বিরোধী জোটের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ‘এটা আমাদের নৈতিক জয়...’, সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মমতা
সিপির বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রবিবার থেকে ধরনা দিয়েছেন মমতা। নিজের অবস্থান থেকে নড়েননি। শীর্ষ আদালতের নির্দেশের পর কিছুটা হলেও অস্বস্তিতে সিবিআই। অবস্থান আরও মজবুত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছে, এটা তাদের নৈতিক জয় ৷ এর পাশাপাশি তিনি আরও বলেন,
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।