#নয়াদিল্লি: শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহরে থাকবেন প্রায় ২০ ঘণ্টা। কলকাতা বন্দরের অনুষ্ঠানে যোগ দিতেই এই সফর।
শনিবার পশ্চিমবঙ্গ সফর নিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ‘পশ্চিমবঙ্গ সফর নিয়ে উৎসাহিত ৷ রামকৃষ্ণ মিশনে ভাল সময় কাটাব ৷ বেলুড়ে স্বামীজীর জন্মজয়ন্তী চলছে ৷ স্বামী আত্মস্থানন্দর অনুপস্থিতি বেদনাদায়ক ৷ ওনার কাছেই মানবসেবার দীক্ষা’, ট্যুইট করেন মোদি ৷
মোদির সফরে বিক্ষোভের আশঙ্কা রয়েছে, কাজেই আটোসাঁটো নিরাপত্তা শহরে। রাস্তার দু’দিকে ব্যারিকেড, মোতায়েন থাকবে স্পেশাল ফোর্স-অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। কনভয় যাওয়ার সময় যান চলাচল নয়, নদীপথেও থাকছে আঁটোসাঁটো নিরাপত্তা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। রাজ্য বা কেন্দ্র - কোনও পক্ষই বৈঠকের ব্যাপারে মুখ খোলেনি।
I am excited to be in West Bengal today and tomorrow. I am delighted to be spending time at the Ramakrishna Mission and that too when we mark Swami Vivekananda’s Jayanti. There is something special about that place.
— Narendra Modi (@narendramodi) January 11, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Visit, Modi Tweet, Narendra Modi