• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • লকডাউনে কাজ নেই, তার জেরেই কি আত্মহত্যা উঠতি মডেলের ? নাকি রয়েছে অন্য কারণ

লকডাউনে কাজ নেই, তার জেরেই কি আত্মহত্যা উঠতি মডেলের ? নাকি রয়েছে অন্য কারণ

Representational Image

Representational Image

করোনার জেরে কাজ নেই ৷ তার জন্যই কি আত্মহত্যা তরুণীর ?

 • Share this:

  #কলকাতা: লকডাউন পেটের ভাত কেড়েছে। কেড়েছে জীবনটাও। দক্ষিণ কলকাতায় গলফ গ্রিনের কাছে সমাজগড়ের ভাড়া বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল উঠতি মডেলের। সূত্রের খবর, বিথি মণ্ডল নামে ওই তরুণী ইভেন্টে মডেলের কাজ করতেন ৷ এয়ার হস্টেসের ট্রেনিংও নিচ্ছিলেন তিনি ৷ কিন্তু লকডাউনে কোনও কাজ পাচ্ছিলেন না ৷ পুলিশের অনুমান, তার জেরেই অবসাদে আত্মহত্যা করেছেন বিথি মণ্ডল ৷

  মডেল হওয়ার স্বপ্নে মহানগরে আসা। তবে, কোভিডই 'পরোক্ষভাবে' কেড়ে নিল উড়তি মডেলের সব স্বপ্ন! তরুণীর নিজের বাড়ি জয়নগরে বলে জানা গিয়েছে ৷ কাজের সন্ধানেই তাঁর কলকাতায় আসা ৷ যাদবপুরের সমাজগড় এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লকডাউন শুরুর আগে একটি ইভেন্টে সুযোগ পেয়েছিলেন ৷ কিন্তু করোনার জেরে সেটাও ক্যানসেল হয়ে যায় ৷ বিমানসেবিকার কাজও তিনি পাননি ৷ কারণ করোনার জেরে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে চাকরি প্রায় নেই বললেই চলে ৷ সবমিলিয়ে হতাশাই বিথিকে গ্রাস করে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ৷

  রবিবার দুপুর গড়িয়ে যেতেও তরুণীর বাড়ির দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। এরপর পুলিশ এসে দরজা ভাঙলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তরুণীর দেহ।

  Published by:Siddhartha Sarkar
  First published: