#কলকাতা: ম্যালেরিয়ার প্রকোপ আটকাতে নতুন অ্যাপ আনল শিবপুর আইআইইএসটি। সেন্টুর অ্যাপের মাধ্যমে দ্রুত রোগ নির্ণয় করা যাবে। প্রয়োজনে ঘরে বসে রোগী নিজেও রোগ নির্ণয় করতে পারবেন। অ্যাপটির জনপ্রিয়তা বাড়াতে কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়েছেন গবেষকরা। গ্রামাঞ্চলগুলির ক্ষেত্রে এই অ্যাপ বিশেষভাবে সাহায্য করবে বলেই আশা গবেষকদের।
আধুনিক চিকিৎসাব্যবস্থা চালু হলেও মশাবাহিত রোগের প্রকোপে মৃত্যুর ঘটনা পুরোপুরি আটকানো যায়নি । সাধারণত ম্যালেরিয়া হয়েছে সন্দেহ হলে চিকিৎসকরা রক্তপরীক্ষা করতে দেন। রক্তে পরজীবীর সংখ্যা কাউন্ট করে রিপোর্ট দেওয়া হয়। গ্রামাঞ্চলগুলিতে পরিকাঠামোর অভাবে অনেক সময়ে রোগ নির্ণয় করা যায় না। এই পরিস্থিতিতে মশাবাহিত রোগের প্রার্দুভাব বেশি এমন অঞ্চলে সমীক্ষা চালান অাইআইইএসটি ও আইইএম-র গবেষকরা। কম খরচ ও কম সময়ে রোগ নির্ণয় করতে আনা হয়েছে মোবাইল অ্যাপ। নাম দেওয়া হয়েছে সেন্টুর।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি শিবপুর আইআইইএসটিকে ফোলডোক্সোপ নামে একধরনের পেপার মাইক্রোস্কোপ দিয়েছে। এখন গবেষকরাই এই ফোলডোস্কোপ তৈরি করছেন। মূলত এটির মাধ্যমেই নির্ণয় করা যাবে ম্যালেরিয়া।
অ্যাপে ম্যালেরিয়া নির্ণয়
সেন্টুর অ্যাপ সকলের কাছে পৌঁছে দিতে কেন্দ্র ও রাজ্য দফতরকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। দ্রুতই প্লে স্টোরের মাধ্যমে এটি ডাউনলোডও করা যাবে বলে আশাবাদী গবেষকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malaria, Malaria Detection, Mobile app