#কলকাতা: রবীন্দ্র সরোবরে ছট পুজোয় নিষেধাজ্ঞা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রার্তভ্রমণকারীদের। গ্রিন ট্রাইব্যুনালের রায়ে খুশি একাংশ। তবে অন্য এক অংশের প্রশ্ন, এতদিন ধরে যাঁরা ছটপুজোয় এখানে আসছেন, তাঁরা যাবেন কোথায় ?
গতকালই রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না বলে জানিয়েছে জাতীয় পরিবেশ আদালত। জাতীয় সরোবরে ফুল, বেলপাতা ও অন্যান্য পুজো সামগ্রী ফেলা যাবে না। শুধু রবীন্দ্র সরোবরই নয়, কিছু বিধি নিষেধ আরোপ করে একইরকম নিষেধাজ্ঞা জারি হয়েছে রাজ্যের বাকি জলাশয়গুলিতেও।
মঙ্গলবার গ্রিন ট্রাইব্যুনালে এস পি ওয়াংদি ও বিশেষজ্ঞ সদস্য পি সি মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, সরোবর চত্ত্বরের কোনও অংশেই কোনও অনুষ্ঠান করা যাবে না। ফাটানো যাবে না বাজিও। পরিবেশকর্মী সুভাষ দত্তের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দেয় গ্রিন বেঞ্জ। সরোবর থেকে তিন ফুট দূর বাঁশের ব্যারিকেডের মধ্যে ফেলতে হবে পুজোর সামগ্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhath Puja, Morning Walkers, Rabindra Sarobar, Reaction, রবীন্দ্র সরোবর