• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • নিউ বালিগঞ্জ কলেজে মত্ত ছাত্রদের হামলা

নিউ বালিগঞ্জ কলেজে মত্ত ছাত্রদের হামলা

সরস্বতী পুজোর রাতে নব বালিগঞ্জ কলেজে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হল দুই বহিরাগতকে।

সরস্বতী পুজোর রাতে নব বালিগঞ্জ কলেজে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হল দুই বহিরাগতকে।

সরস্বতী পুজোর রাতে নব বালিগঞ্জ কলেজে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হল দুই বহিরাগতকে।

 • Share this:

  #কলকাতা: সরস্বতী পুজোর রাতে নব বালিগঞ্জ কলেজে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হল দুই বহিরাগতকে। সরস্বতী পুজোর দিন রাত আটটা নাগাদ দু বার ভাঙচুর করা হয় কলেজে ৷ প্রথম দফায় কয়েকজন বহিরাগত ঢুকে কলেজের অডিটোরিয়ামে যেখানে পুজো হচ্ছিল সেখানে সাউন্ড বক্স, চেয়ার ভাঙচুর করে ৷ তারা সকলে মত্ত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে ৷

  খবর পেয়ে ঘটনাস্থলে কসবা থানার পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ কিন্তু পুলিশ চলে যেতেই ফের একদল যুবক বাইকে করে এসে হামলা চালায় কলেজ চত্বরে ৷ অডিটোরিয়ামের জানালা ভাঙচুর করে। হামলাকারীরা বেরনোর সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

  অধ্যক্ষের দাবি, খবর পেয়েই পুলিশকে বিষয়টি জানানো হয় ৷ তবে যারা হামলা চালিয়েছে তারা বহিরাগত। কেন ভাঙচুর করা হয়েছে তা জানা যায়নি ৷

  First published: