#নরেন্দ্রপুর: নরেন্দ্রপুরে পুলিশ সেজে বাড়িতে ঢুকে ডাকাতি। রবিবার গভীর রাতে পুলিশ সেজে হানা দেয় ছ’জন দুষ্কৃতী। লুঠপাট করে পালানোর সময়ে একজনকে ধরে ফেলেন এলাকাবাসী। ধৃতকে জেরা করে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরের খুড়িগাছির নেতাজিনগর এলাকায়।
নরেন্দ্রপুর থানা এলাকার পূর্ব খুড়িগাছির নেতাজিনগর। রবিবার গভীর রাতে এলাকার একটি বাড়িতেই চলে লুঠপাট। যারজেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, রাত দু’টো নাগাদ মায়া দত্তের বাড়িতে হানা দেয় ছ’জনের ডাকাতদল। যারমধ্যে তিনজন পুলিশের পোশাকে ছিল বলে অভিযোগ। অভিযোগকারীদের দাবি,
- প্রথম দরজায় ধাক্কা দেয় দুষ্কৃতীরা
- বারবার ধাক্কা দেওয়ার পরেও কেউ সাড়া দেননি
- তারপর জানলা ধাক্কা দিয়ে শুরু হয় ডাকাডাকি
- কয়েকজনের হাতে অস্ত্রও ছিল
- দরজা খোলার পরই শুরু লুঠপাট
- লুঠপাটের পর পালানোর সময়ে দুষ্কৃতীদের ঘিরে ফেলেন এলাকাবাসী। গুলি ছুড়তে ছুড়তে বাকিরা পালালেও, ধরা পড়ে যায় একজন। ধৃতকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন মায়া দত্ত। পুলিশের প্রাথমিক অনুমান, দত্ত পরিবারের কোনও পরিচিতই ডাকাতির ঘটনায় জড়িত।