#কলকাতা: রাস্তায় নামতে পারে মিনিবাস। শীঘ্রই এই বাসের নামার সম্ভাবনা। কলকাতা-সহ হাওড়া, দুই ২৪ পরগণা, আসানসোলে চালানো যেতে পারে মিনিবাস। রাজ্য সরকারের কাছে মিনিবাস চালাতে চেয়ে নতুন প্রস্তাব জমা দিল মিনিবাস সংগঠনগুলি। সেক্ষেত্রে নুন্যতম ভাড়া হতে পারে ১৪ টাকা। লকডাউন পরিস্থিতিতে বেসরকারি বাস ও মিনিবাস চালানোর অনুমতি দেয় রাজ্য সরকার। ভাড়া স্থির করার সিদ্ধান্ত দেওয়া হয় তাদের। যদিও বাস ও মিনিবাস সংগঠনগুলি যে পরিমাণ ভাড়ার তালিকার কথা বলে। সেই ভাড়ার অনুমোদন দেয়নি রাজ্য সরকার। ফলে সরকারি বাস ভরসা রাস্তায়।
যাত্রী পরিষেবার জন্য বাড়ানো হয়েছে সরকারি বাসের সংখ্যা। এই অবস্থায় ফের রাস্তায় বাস নামাতে চেয়ে রাজ্য পরিবহন দফতরের কাছে আবেদন জানাল মিনিবাস সংগঠন। কিলোমিটার কমিয়ে বাসের ভাড়ার তালিকা তারা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে পরিবহন দফতরে। নতুন ভাড়ার তালিকা হয়েছে, প্রথম ২ কিলোমিটারের ভাড়া হবে ১৪ টাকা। পরবর্তী ৫ কিলোমিটারের ভাড়াগুলি ৫ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হল। ফলে নতুন প্রস্তাব মতো ভাড়া হবে, প্রথম ২ কিলোমিটার ভাড়া ১৪, দুই থেকে সাত কিলোমিটার ভাড়া ১৯ টাকা, সাত থেকে বারো কিলোমিটার ভাড়া ২৪ টাকা, ১২ থেকে ১৭ কিলোমিটার ভাড়া ২৯ টাকা, ১৭ থেকে ২২ কিলোমিটার ৩৪ টাকা, ২২ থেকে ২৭ কিলোমিটার ভাড়া হবে ৩৯ টাকা। সাধারণত মিনিবাস ২৭ থেকে ৩০ আসনের হয়ে থাকে।
মিনিবাস সংগঠন তাদের প্রস্তাবে জানিয়ে দিয়েছে তারা ১২ থেকে ১৪ আসনের যাত্রী নিয়ে এই প্রস্তাবিত ভাড়ায় বাস চালাতে রাজি। সেক্ষেত্রে তাদের খরচ তারা তুলে নিতে পারবে। মিনিবাস সংগঠনের নেতা প্রদীপ নারায়ণ বোস জানান, "আমাদের ২৫০০ বাস আছে। আমরা আমাদের ভাড়া ও কিলোমিটারের মধ্যে ফারাক করে নতুন ভাড়ার তালিকা জমা দিয়েছি। শুধু কলকাতা নয়, জেলার বাস মালিকরাও বাস চালাতে আগ্রহ প্রকাশ করেছেন। আশা করি সরকার আমাদের এই সিদ্ধান্ত মেনে নেবেন।" আগামী সপ্তাহে এই বিষয়ে পরিবহণ দফতরের একটি বৈঠক হওয়ার কথা আছে। বাস মালিকদের বক্তব্য ভাড়া বাড়িয়ে অটো যদি চলতে পারে তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধা কোথায়।
ABIR GHOSHAL
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus service, Kolkata, Mimi bus