হোম /খবর /কলকাতা /
রবিবার কলকাতায় মিড ডে মিলের কেন্দ্রীয় প্রতিনিধি দল, থাকছেন ইউনিসেফের সদস্যরাও

Mid-Day-Meal Inspection Team In Kolkata: রবিবার কলকাতায় মিড ডে মিলের কেন্দ্রীয় প্রতিনিধি দল, থাকছেন ইউনিসেফের সদস্যরাও

মিড ডে মিলের ফাইল ছবি

মিড ডে মিলের ফাইল ছবি

Mid-Day-Meal Inspection Team In Kolkata: ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের আসার আগেই রাজ্যের তরফে মিড ডে মিল নিয়ে ইতিমধ্যেই পরিদর্শন সেরে রাখা হয়েছে।

  • Share this:

কলকাতা: সোমবার নয় রবিবার বিকেলেই মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল কলকাতা এসে পৌঁছাচ্ছে। কিন্তু ও রাজ্য আধিকারিকদের যৌথভাবে মিড ডে মিল নিয়ে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল আগামীকাল থেকেই শুরু করছে পরিদর্শনের কাজ।

নবান্ন সূত্রে খবর আগামীকাল বিকেলেই কলকাতায় পৌঁছে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে এই প্রতিনিধি দল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক রাজ্যকে যে চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে উত্তরাখণ্ডের এক বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের এক বিভাগীয় প্রধানকে এই কমিটির চেয়ারম্যান করে পাঠানো হচ্ছে। প্রতিনিধি দলে মোট ১২ জন সদস্য থাকবেন বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে।

এই ১২ সদস্যের প্রতিনিধি দলে UNICEF-এর প্রতিনিধিও থাকছেন।  নবান্ন সূত্রে খবর "পিএম পোষণ" প্রকল্পের অধিকর্তা জি বিজয়া ভাস্কর আসছেন এই প্রতিনিধি দলে।পাশাপাশি রাজ্য সরকারের তরফে মিড ডে মিলে প্রজেক্ট ডিরেক্টর তপন কুমার অধিকারী থাকার পাশাপাশি এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছেন এই প্রতিনিধি দলে। পাশাপাশি "পিএম পোষণ" কর্মসূচির তিনজন কনসালট্যান্ট থাকছেন এই প্রতিনিধি দলে।এছাড়াও তিনজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রাখা হয়েছে এই প্রতিনিধি দলে।

আরও পড়ুন: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!

আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে এই জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দলের সমস্ত খরচ পিএম পোষণ কর্মসূচি থেকে নিতে হবে। মিড ডে মিল নিয়ে শেষবার ২০১৩-১৪ আর্থিক বর্ষে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল রাজ্যে এসেছিল। তারপর দীর্ঘ প্রায় ন’বছর বাদে ফের রাজ্যে আসছে এই প্রতিনিধি দল। ইতিমধ্যেই কোন কোন বিষয় নিয়ে এই প্রতিনিধি দল কাজ করবে তার জন্য বিস্তারিত গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। বিশেষত মিড ডে মিলের কী ভাবে রান্না হয়, কী ভাবে খাদ্যদ্রব্য আসে-সহ বিস্তারিত পরিকাঠামো খতিয়ে দেখবে এই প্রতিনিধি দল। তবে কোন কোন জেলা তাঁরা পরিদর্শন করবেন, সেই বিষয়ে সূচি ঠিক করবে এই প্রতিনিধি দলই বলে জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের আসার আগেই রাজ্যের তরফে মিড ডে মিল নিয়ে ইতিমধ্যেই পরিদর্শন সেরে রাখা হয়েছে। সম্প্রতি রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বিভিন্ন জেলাকে বলা হয়েছিল মিড ডে মিল নিয়ে পরিদর্শন করতে। ১৯ জানুয়ারির মধ্যে সেই কাজ শেষ করতে বলা হলেও পরবর্তীকালে সেই কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল  জেলাগুলিকে। জেলাশাসক থেকে বিডিও সবাইকেই মিড ডে মিল নিয়ে পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছিল নবান্নের পক্ষ থেকে। মিড ডে মিল নিয়ে কোনও অসন্তোষজনক কিছু নজরে এলে সঙ্গে সঙ্গে তা জানানোর পাশাপাশি পোর্টালেও আপলোড করা নির্দেশ দেওয়া হয়েছিল জেলাগুলিকে।

ইতিমধ্যেই মিড ডে মিলে খাবার নিয়ে কিছু অভিযোগ থাকায় কয়েকজনকে সাসপেন্ডও করেছে স্কুল শিক্ষা দফতর। তবে এ বার রাজ্যে দীর্ঘ কয়েক বছর বাদে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে বেশ সতর্ক রাজ্য স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যেই জেলাগুলিকে বিশেষভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Published by:Uddalak B
First published:

Tags: Mid Day Meal