• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • অফিস টাইমে মেট্রো বিভ্রাট, দুর্ভোগে যাত্রীরা

অফিস টাইমে মেট্রো বিভ্রাট, দুর্ভোগে যাত্রীরা

ফের মেট্রো বিভ্রাট ৷ শুক্রবার সকালে শ্যামবাজারে বিকল হয় পড়ে মেট্রোর এসি রেক ৷

ফের মেট্রো বিভ্রাট ৷ শুক্রবার সকালে শ্যামবাজারে বিকল হয় পড়ে মেট্রোর এসি রেক ৷

ফের মেট্রো বিভ্রাট ৷ শুক্রবার সকালে শ্যামবাজারে বিকল হয় পড়ে মেট্রোর এসি রেক ৷

 • Share this:

  #কলকাতা: ফের মেট্রো বিভ্রাট ৷ শুক্রবার সকালে শ্যামবাজারে বিকল হয় পড়ে মেট্রোর এসি রেক ৷ এর জেরে বন্ধা রাখা হয় দমদম-টালিগঞ্জ মেট্রো চলাচল ৷ অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যাহত হয়ে পড়ায় হয়রানির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের ৷ জানা গিয়েছে, এদিন সকাল ন’টা নাগাদ দমদম থেকে কবি সুভাষগামী একটি এসি রেক শ্যামবাজার স্টেশনে পৌঁছলে সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রেনটি চালানো সম্ভব না হওয়ায় বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেকটি সারানোর কাজ করছেন ইঞ্জিনিয়াররা ৷ ট্রেনটি শ্যামবাজারে স্টেশনে আটকে থাকায় দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল আপাত্ত বন্ধ রাখা হয়েছে। কবি সুভাষ থেকে গিরিশ পার্ক পর্যন্ত চলছে মেট্রো ৷ প্রায় ১ ঘণ্টা ব্যাহত মেট্রো পরিষেবা ৷ অফিস টাইমে মেট্রো বিভ্রাটে  স্বভাবতই সমস্যায় পড়েছেন অসংখ্য যাত্রী। গন্তব্য পৌঁছতে পারেননি অনেকেই ৷ মাঝপথে নেমে অন্য যানচলাচেলর সাহায্যে তাদের অফিস বা কাজের জায়গায় পৌঁছতে হচ্ছে ৷

  First published: