#কলকাতা: ফের মেট্রোরেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি৷ যার জেরে সাতসকালেই বন্ধ হয়ে গেল মেট্রো চলাচল৷ আত্মহত্যার চেষ্টার জেরে দমদম-কবি সুভাষ মেট্রো চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে৷ দমদম থেকে ময়দান পর্যন্ত ট্রেন চালানো চেষ্টা করা হচ্ছে৷ রবীন্দ্রসদন স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি৷ এসএসকএম-এ নিয়ে গেলে ওই ব্যক্তির মৃত্যু হয়৷ দিনের ব্যস্ত সময়ে মেট্রো বন্ধে বেজায় সমস্যায় পড়েছেন যাত্রীরা৷
গত বৃহস্পতিবারও সকাল ৯টা ২৪ মিনিটে বেলগাছিয়া স্টেশনে নোয়াপাড়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যুবক। দুর্ঘটনাস্থলে আসে উল্টোডাঙা থানার পুলিশ। কিছুক্ষণ চেষ্টার পর ওই যুবককে গুরুতর জখম অবস্থায় রেকের নীচ থেকে উদ্ধার করে তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জন্য গিরিশ পার্ক থেকে নোয়াপাড়া অবধি বন্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইনের মেট্রো পরিষেবা। নোয়াপাড়ামুখী ওই ট্রেন থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। গিরিশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত আপ ও ডাউন দু'দিকেই বিচ্ছিন্ন ভাবে পরিষেবা দেওয়া হয়।
আরও ভিডিও: দুর্ঘটনা কবলিত মেট্রো স্টেশন পরীক্ষায় কমিশনার অফ রেলওয়ে সেফটি