Home /News /kolkata /
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

File Photo

File Photo

দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পঞ্চাশ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া ।

 • Share this:

  #কলকাতা: শক্তি বাড়িয়েছে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ। দিঘা থেকে ২৫ কিলোমিটার দূরে নিম্নচাপের অবস্থান। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।

  আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জেরে মেট্রোর কাজ বন্ধ রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

  এর জেরে জেরে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পঞ্চাশ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া ।

  আরও পড়ুন: জ্বালানির দাম বৃদ্ধি-সহ একধিক ইস্যুতে ১০ সেপ্টেম্বর ভারত বন্‌ধ ডাকল কংগ্রেস

  আগামী ১৮ ঘণ্টায় সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা-সহ উপকূলের পর্যটনকেন্দ্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। ওড়িশাতেও আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা ।

  First published:

  Tags: Kolkata Weather Forecast, Kolkata Weather Updates, Met Office

  পরবর্তী খবর