নিম্নচাপ-ঘূর্ণাবর্তে কলকাতায় শুরু হবে বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

Photo : News18 Bangla

Photo : News18 Bangla

  • Last Updated :
  • Share this:
    #কলকাতা: চাঁদি ফাটা গরম, সঙ্গে ভ্যাপসা ভাব ৷ অতিষ্ট হয়ে উঠছে প্রাণ ৷ গত দুদিন ধরেই এই হাল শহর কলকাতায় ৷ এরই মধ্যে হাওয়া অফিসের পূর্বাভাসে কিছুটা আশ্বস্ত হচ্ছেন শহরবাসী ৷ আগামী ২ ঘন্টায় কলকাতায় শুরু হবে বৃষ্টি ৷ এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷আরও পড়ুন তুষার ঝড় ও বৃষ্টি, পিছোতে পারে এবছরের এভারেস্ট অভিযানকদিকে ঘূর্ণাবর্ত অন্যদিকে নিম্নচাপ অক্ষরেখা ৷ এরই জোড়া ফলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ এমনিতেই সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝড় ও বৃষ্টি ৷প্রবল ঝড়-বৃষ্টির ফলে বেশ কিছু যায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে ৷ ক্ষয়ক্ষতিও হয়েছে কিছু বাড়ির ৷ মুর্শিদাবাদের নওদায় বাজ পড়ে ১জনের মৃত্যু হয়েছে ৷আরও পড়ুন প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূম, বজ্রাঘাতে মৃত ২, ব্যাহত ট্রেন চলাচল
    First published:

    Tags: Heavy Rainfall, Kolkata Weather, Rain In Kolkata, Rain relief kolkata