#কলকাতা: বৈশাখের সবে শুরু। এখনই রণংদেহি মেজাজে গরম। চাঁদিফাটা রোদ আর শুকনো গরম হলকায় নাকাল দক্ষিণবঙ্গ। কলকাতায় আরও বাড়বে তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রার পারদ। সন্ধেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। জানিয়েছে হাওয়া অফিস।
চৈত্র পেরিয়ে বৈশাখ এসেছে। আর মাঠে নেমেই দুরন্ত খেল দেখানো শুরু। সূর্যদেবের মেজাজ এবার প্রথম থেকেই চড়া। তীব্র দাবদাহে ঝলসে যাচ্ছে রাজ্য। সঙ্গে দোসর শুকনো হাওয়া। শুষ্ক গরমে গলা শুকিয়ে কাঠ মানুষের। আবহাওয়া দফতর বলছে,
- বিহার-ঝাড়খণ্ড থেকে শুকনো হাওয়া ঢুকছে রাজ্যে - শুকনো হাওয়া ঢোকায় শুষ্ক গরম হলকা - চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে - এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ৷
আরও পড়ুন: আজ সন্ধেয় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রুদ্র মূর্তি দেখাতে শুরু করেছে গরম। বেলা বাড়তেই ফাঁকা রাস্তাঘাট। গরম থেকে বাঁচতে ডাবের জল ও ঠান্ডা পানীয়ই ভরসা সাধারণ মানুষের। ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রার পারদ ।
- মঙ্গলবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস - বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস - পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস - মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস - পশ্চিম বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস - ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস - হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস
আরও পড়ুন : গরমের শুরুতেই ঝোড়ো ইনিংস খেলছে এসি ও কুলার
দক্ষিণবঙ্গে এরকম ঝলসানো দশা হলেও উত্তরবঙ্গের জন্য আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী তিনদিনে বৃষ্টি হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heat Wave, Summer, Temperature rising, Temperature soaring