#কলকাতা: আগামিকাল টালা ব্রিজ নিয়ে বৈঠক ৷ পরিবহণমন্ত্রী ও কলকাতা পুলিশের বৈঠকে আলাদা রুট নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ শুধু তাই নয়, ব্রিজ ভাঙা হবে কিনা তাও খতিয়ে দেখা হবে, বুধবার একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷টালা ব্রিজে বাস বন্ধের জেরে রোজই একই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সকাল থেকেই শুরু হচ্ছে বাসের জন্য লম্বা লাইন। ঘুরপথে যাতায়াতের জন্য যাত্রী হচ্ছে কম। কিন্তু খরচ বাড়ছে।৯টি রুটের ৩৫০ বাস বন্ধ রেখেছিলেন মালিকেরা। মঙ্গলবার ৮টি রুটের বাস চললেও ৩৪ সি নোয়াপাড়া-ধর্মতলা রুটের ১৯টি বাস বন্ধ ছিল। বাসমালিকদের দাবি, এই রুটের বিকল্প রাস্তায় ২০১ ও নিমতা-হাওড়া মিনিবাস চলে। তাই যাত্রী হচ্ছে না। মঙ্গলবারও চিড়িয়ামোড়ে বাস না পেয়ে দুর্ভোগ বাড়ে যাত্রীদের। ১০ মিনিটের রাস্তা ঘুরপথে যেতে সময় লাগছে ৪০ মিনিট। ভাড়াও লাগছে অনেক বেশি। ট্রেনেও ভিড় বেড়েছে।