#কলকাতা: ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ রবিবার রাতেও ভাল ঘুম হয়েছে তাঁর৷ এ দিন ফের একবার সৌরভের শারীরিক অবস্থা পর্যালোচনা করতে বৈঠকে বসবেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা৷ মঙ্গলবারই সৌরভকে দেখতে আসার কথা বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টির৷
গত শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন সৌরভ৷ দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ সৌরভের হৃদযন্ত্রের তিনটি ধমনীতে ব্লক ধরা পড়ে৷ যে ধমনীতে মূল সমস্যা ছিল, অস্ত্রোপচার করে সেখানে স্টেন্ট বসান চিকিৎসকরা৷ এর পরই ধীরে ধীরে স্থিতিশীল হন মহারাজ৷ তবে এখনও বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হবে তাঁকে৷
সৌরভের যে বাইপাস সার্জারি করানোর প্রয়োজন নেই, তা স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসকরা৷ তাঁর হৃদযন্ত্রের বাকি দু'টি ব্লক সরাতে কবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে, সৌরভের ভবিষ্যৎ চিকিৎসা পদ্ধিতও বা কী হতে চলেছে, তা নিয়েও এ দিন বৈঠকে আলোচনা করার কথা মেডিক্যাল বোর্ডের৷ পাশাপাশি দেবী শেট্টি এসে পৌঁছলে তাঁর সামনেও সৌরভের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি বিশদে জানানো হবে৷ আপাতত স্বস্তির খবর একটাই, সুস্থ আছেন সৌরভ৷ রবিবারও সারাদিন স্বাভাবিক ভাবেই কথাবার্তা বলেছেন তিনি৷ যথেষ্ট হাসিখুশি ছিলেন মহারাজ৷