হোম /খবর /কলকাতা /
পাহাড়ে শিক্ষক নিয়োগ? জিটিএ প্রধানের সঙ্গে বিধানসভাতে বৈঠক মুখ্যমন্ত্রীর

GTA Teachers Recruitment: পাহাড়ে শিক্ষক নিয়োগের তৎপরতা? জিটিএ প্রধানের সঙ্গে বিধানসভাতেই বৈঠক মুখ্যমন্ত্রীর

বৈঠকে মমতা ও জিটিএ প্রধান

বৈঠকে মমতা ও জিটিএ প্রধান

GTA Teachers Recruitment: অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ ফেব্রুয়ারির পর ফের দার্জিলিং সফরে যেতে পারেন বলেই সম্ভাবনা উঠে আসছে।

  • Share this:

কলকাতা: পাহাড়ে শিক্ষা ব্যবস্থা কার্যত ধসে পড়েছে বলে মনে করেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশান (জিটিএ) প্রধান অনিত থাপা। বুধবার বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে পাহাড়ের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক বিকাশে জিটিএ-র জন্য তিনি পৃথক স্কুল সার্ভিস কমিশন গঠনের দাবি জানালেন। তিনি জিটিএ এলাকায় প্রাথমিক শিক্ষক নিয়োগে বিধির বিশেষ অনুমোদন ও প্রাথমিক শিক্ষা পর্ষদ গঠনের অনুমিত দেওয়ার দাবি জানান তিনি।

মুখ্যমন্ত্রীর কাছে জিটিএ প্রশাসনের ৩১ দফা সমস্যা নিয়ে একটি স্মারকলিপিও পেশ করেন অনীত। তাঁর মতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠক ফলপ্রসু। মুখ্যমন্ত্রীও অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে নীতিগত সমর্থন জানিয়েছে। পাহাড়ের সার্বিক উন্নয়ন নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পৃথক গোর্খাল্যান্ড দাবি প্রসঙ্গে তিনি বলেন, এই দাবি সামনে রেখে আন্দোলন করতে গিয়ে পাহাড় পিছিয়ে পড়েছে। এখন জিটিএকে সামনে রেখে পাহাড়ের উন্নয়নই প্রধান চ্যালেঞ্জ। ১৯৮৬ সালের পর এবারই প্রথম পাহাড়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। জিটিএ এলাকার উন্নয়নের নীতিগুলি ধীরে ধীরে রূপায়িত হবে। এদিনের বৈঠক বেশ ইতিবাচক হয়েছে বলে দাবি করেছেন জিটিএ প্রধান।

আরও পড়ুন: সংসদে মোদি সরকারের তীব্র সমালোচনায় তৃণমূল, কথা বলতে দফায় দফায় বাধা মহুয়া মৈত্রকে

আরও পড়ুন: খুনের পরে মিক্সারে শ্রদ্ধার হাড় গুঁড়ো করেছিল আফতাব, অর্ডার দিয়ে আনিয়েছিল চিকেন রোল, ৬,৬০০ পাতার চার্জশিটে আর যে সমস্ত হাড়হিম করা তথ্য সামনে এল

অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ ফেব্রুয়ারির পর ফের দার্জিলিং সফরে যেতে পারেন বলেই সম্ভাবনা উঠে আসছে। মূলত দার্জিলিঙে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। শেষবার তিনি দার্জিলিং গিয়েছিলেন জিটিএ সভাসদদের শপথ গ্রহণ অনুষ্ঠানে। তবে এ বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে ইতিমধ্যেই জিপিএ প্রধান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও এক প্রস্থ বৈঠক করেছেন। বৈঠকে একাধিক কিছু নিয়ে আলোচনা হলেও শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনায় গুরুত্ব পেয়েছে এসএসসি মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রসঙ্গ। নবান্ন সূত্রে খবর এদিনের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাহাড়ে ফের শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হতে পারে। তবে তা এসএসসির মাধ্যমে হবে নাকি জিটিএ-তে আলাদা করে এসএসসি গঠন হবে তা খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য বলে মনে করা হচ্ছে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Published by:Uddalak B
First published:

Tags: Mamata Banerjee