• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • নারদকাণ্ডে সিট-কে ইমেল ম্যাথুর

নারদকাণ্ডে সিট-কে ইমেল ম্যাথুর

 নারদকাণ্ডে সিটকে ইমেল ম্যাথু স্যামুয়েলের। তাঁর দাবি, সিটের কোনও চিঠি তিনি পাননি। কেউ তাঁকে ফোনও করেনি।

নারদকাণ্ডে সিটকে ইমেল ম্যাথু স্যামুয়েলের। তাঁর দাবি, সিটের কোনও চিঠি তিনি পাননি। কেউ তাঁকে ফোনও করেনি।

নারদকাণ্ডে সিটকে ইমেল ম্যাথু স্যামুয়েলের। তাঁর দাবি, সিটের কোনও চিঠি তিনি পাননি। কেউ তাঁকে ফোনও করেনি।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: নারদকাণ্ডে সিটকে ইমেল ম্যাথু স্যামুয়েলের। তাঁর দাবি, সিটের কোনও চিঠি তিনি পাননি। কেউ তাঁকে ফোনও করেনি। যদিও ম্যাথু নোটিসের জবাব না দিলে তাঁকে সমন পাঠানোর ভাবনা সিটের। হাজিরা না দিলে পাঠানো হতে পারে গ্রেফতারি পরোয়ানা। নারদকাণ্ডের তদন্ত করছে সিট। এ ব্যাপারে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে ইমেলে নোটিস পাঠায় তারা। ম্যাথুকে লালবাজারে ডেকে পাঠানো হয়। কিন্তু, নারদ কর্তার দাবি, তাঁর সঙ্গে এ ব্যাপারে কেউ যোগাযোগ করেনি। উল্টে কলকাতা পুলিশকে পাঠানো ইমেলে তিনি বলেছেন, ‘আমি কলকাতা পুলিশের কাছ থেকে চিঠি পাইনি। ফোনেও যোগাযোগ করা হয়নি। বিষয়টি কলকাতা হাইকোর্টের বিচারাধীন। বিচারপতিদের নির্দেশে সব তথ্যপ্রমাণ জমা দিয়েছি। এ বিষয়ে হাইকোর্টের রায় চূড়ান্ত ৷’ যদিও সিট ম্যাথু স্যামুয়েলের নামে সমন পাঠানোর কথা ভাবছে। গত বৃহস্পতিবার নারদ কর্তাকে নোটিস পাঠানো হয়েছে। সাতদিনের মধ্যে ম্যাথু জবাব না দিলে তাঁর কাছে সমন পাঠানো হবে এ ব্যাপারে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছে সিট। সমনের জবাব না এলে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হতে পারে।

  First published: