#কলকাতা: ফের আগুনে কারখানায়. বৃহস্পতি রাত সাড়ে ১০ টা নাগাদ আগুন লাগে সোদপুরের বোদাই নারকেলবেড়িয়া অঞ্চলের গেঞ্জি কারখানায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় তিনটি কারখানা।
কারখানায় মজুত ছিল প্রচুর পরিমাণে কাঠ ও কেমিক্যাল জাতীয় দ্রব্য। যার ফলে আগুন দ্রুত ছড়ায়। দমকলের ১৭টি ইঞ্জিন আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। জনবসতি এলাকায় কেন কারখানা হবে, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান এলাকায় বাসিন্দারা। আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও আগুনের ভয়াবহতায় এখনও আতঙ্কিত স্থানীয়রা।