#কলকাতা: করোনা পরিস্থিতির জেরে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। এইসব বিধিনিষেধের জেরেশনিবারই উত্তাল হয়েছিল দমদম সংশোধনাগার আর রবিবার জেলে যা হল তা নজিরবিহীন ৷ রণক্ষেত্র দমদম সংশোধনাগার।দমদম সংশোধনাগারে উত্তেজনা ৷
সংশোধনাগারের মহিলা সেলে উত্তেজনা ৷সংশোধনাগারে গুলির অভিযোগ
এদিকে এর আগে করোনা পরিস্থিতির জেরে বন্দিদের ওপর একাধিক বিধিনিষেধ। তার জেরেই রণক্ষেত্র হয়ে উঠল দমদম সংশোধনাগার। বেশ কয়েক ঘণ্টা ধরে জেলকর্মী-বন্দি সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়।
জেলের ভিতরে ব্যাপক ভাঙচুর চলেমই এনে পাঁচিল টপকানোর চেষ্টা করেন বন্দিরাসংশোধনাগারের দেওয়াল ভাঙার চেষ্টাওয়ার্কশপে আগুন লাগানো হয়
জেলের বিভিন্ন অংশ দখল নিয়ে হামলা চালাচ্ছিল বন্দিরা। পরিস্থিতি সামলাতে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী ও র্যাফ। দখলমুক্ত করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় ৷ করোনা সতর্কতায় নির্দেশের জেরেই বন্দিদের এই ক্ষোভ বলে মনে করা হচ্ছে ৷
বন্দিরা আপাতত পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না বলে সিদ্ধান্তআদালত বন্ধ থাকায় জামিনও আটকেপ্যারোলও পিছিয়ে দেওয়ায় ক্ষোভ
সন্ধের পর দমদম জেলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু, কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। কিছুদিন আগেই বারুইপুর জেল রণক্ষেত্র হয়ে ওঠে। জেলকর্মীদের ওপর ক্ষোভে একইভাবে তান্ডব চালায় বন্দিরা। দমদম সংশোধনাগারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কারা দফতর। শনিবারই এডিজি কারা পদে অরুণ গুপ্তর বদলে আনা হয়েছে পীযূষ পাণ্ডেকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।