• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • MARRIAGE RITUAL GOES IN A WRONG WAY SEE THE HILARIOUS VIDEO

‘বৌ বড় না বর বড়’ দেখতে গিয়ে বউয়ের গায়ে পা দিয়ে, ফ্যান ধরে ঝুলে পড়লেন বর!

ছবি: ফেসবুক ৷

 • Share this:

  #কলকাতা: সমস্ত বিয়ের অনুষ্ঠানেই কিছু না কিছু অদ্ভুত নিয়ম থাকে ৷ বাঙালি বিয়েও তার থেকে ব্যতিক্রম নয় ৷ এই বিয়েতেও নানারকম আচার ও নিয়মকানুন রয়েছে ৷ সেই সব নিয়মকে ঘিরে নানারকম শাস্ত্রীয় ব্যাখা থাকলেও আসলে এগুলি নেহাত মজা ছাড়া আর কিছুই নয় ৷ যেমন মালা বদলের আগে বৌয়ের পিঁড়ি ধরে উপরে তোলেন কন্যাপক্ষের আত্মীয়স্বজন ৷ ওদিকে বরকেও উপরে তোলা হয় ৷ বর বড়, না বৌ বড়...এ নিয়ে বরপক্ষ আর কন্যাপক্ষের মধ্যে চলে ক্ষণিকের রেষারেষি ৷ পুরোটাই করা হয় মজার ছলে ৷ কিন্তু মজা করতে গিয়ে এমন রেওয়াজ যে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে তা আর কে জানত ? সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, এই রেওয়াজ পালন করতে গিয়ে আর একটু হলে বিয়ের আসরে পড়ে গিয়ে বর-কনের হাত পা ভাঙার জোগাড় হয়ে গিয়েছিল ৷ নিজেকে বড় প্রমাণিত করতে গিয়ে সোজা কনের গায়ে পা দিয়ে তাঁর পিঁড়ির উপর উঠে পড়লেন বর ৷ শেষমেশ তাল সামলাতে না পেরে ঝুলে পড়লেন সিলিং ফ্যান ধরে ৷ অন্যদিকে, একই পিঁড়িতে বর-কনে দু’জনের ভার রাখতে না পেরে উল্টে গেল পিঁড়িও ৷ উপায় না দেখে বরের পা ধরে ঝুলতে থাকে কনে ৷ বিয়ে বাড়িতে এই ঘটনায় তুমুল হট্টোগোলের সৃষ্টি হয় ৷ যদিও ওই বর-কনের পরিচয় বা তাঁদের আর অন্য কোনও নথ্য পাওয়া যায়নি ৷

  First published: