corona virus btn
corona virus btn
Loading

Reliance Jio: শুধু সেপ্টেম্বরেই কলকাতায় Jio নিয়েছেন ১.৮৫ লক্ষ মানুষ

Reliance Jio:  শুধু সেপ্টেম্বরেই কলকাতায় Jio নিয়েছেন ১.৮৫ লক্ষ মানুষ
করোনায় 'ওয়ার্ক ফ্রম হোম'। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। তাই তথ্য প্রযু্ক্তি কর্মী বাড়ি থেকে কাজ শুরু করেছেন। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি ইন্টারনেট ডেটা। তাই এই পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে চারটি সস্তার ডেটা প্ল্যানের কথা ঘোষণা জিওর।করোনায় 'ওয়ার্ক ফ্রম হোম'। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। তাই তথ্য প্রযু্ক্তি কর্মী বাড়ি থেকে কাজ শুরু করেছেন। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি ইন্টারনেট ডেটা। তাই এই পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে চারটি সস্তার ডেটা প্ল্যানের কথা ঘোষণা জিওর।

১৯ সেপ্টেম্বর শেষে হওয়া ত্রৈমাসিকে কলকাতায় রিলায়েন্স জিও পেয়েছে ৫.৫ লক্ষ গ্রাহক৷ সেখানে ওই একই সময়ে কলকাতায় ভোডাফোন হারিয়েছে আড়াই লক্ষ ও এয়ারটেল ২.৯ লক্ষ গ্রাহক৷

  • Share this:

#কলকাতা: ধারেকাছে কেউ নেই৷ শুধু কলকাতাতেই সেপ্টেম্বর মাসে ১ লক্ষ ৮৫ হাজার গ্রাহক যুক্ত হলেন রিলায়েন্স জিও-র সঙ্গে৷ যেখানে এয়ারটেল ও ভোডাফোন প্রতিদিন গ্রাহক হারাচ্ছে৷ টেলিকম নিয়ামক সংস্থা TRAI জানাচ্ছে, জিও -র গ্রাহক বাড়ছে প্রতিদিন৷

১৯ সেপ্টেম্বর শেষে হওয়া ত্রৈমাসিকে কলকাতায় রিলায়েন্স জিও পেয়েছে ৫.৫ লক্ষ গ্রাহক৷ সেখানে ওই একই সময়ে কলকাতায় ভোডাফোন হারিয়েছে আড়াই লক্ষ ও এয়ারটেল ২.৯ লক্ষ গ্রাহক৷ বলা বাহুল্য, সেরা মানের ইন্টারনেট ও ভয়েস কল পরিষেবা দেওয়ায় কলকাতার মানুষ ভরসা রাখছেন রিলায়েন্স জিও-র উপরেই৷

রিলাযেন্স জিও রিলাযেন্স জিও

কলকাতায় ইতিমধ্যেই রিলায়েন্স জিও মার্কেট লিডার৷ গ্রাহক সংখ্যার সঙ্গে রেভিনিউয়ের দিক থেকেও৷ TRAI-এর রিপোর্ট বলছে, দেশের নিরিখেও জিও একচেটিয়া ব্যবসা করছে৷ সেপ্টেম্বরে জিও নিয়েছে ৬৯.৮ লক্ষ মানুষ৷ সেখানে ভোডাফোন আইডিয়া হারিয়েছে ২৫.৮ লক্ষ গ্রাহক ও এয়ারটেল খুইয়েছে ২৩.৮ লক্ষ গ্রাহক৷ ২০১৮-১৯ বছরে প্রতি মাসে লাফিয়ে বেড়েছে জিও গ্রাহক৷ তার মধ্যে সবচেয়ে বেশি জিও ব্যবহার করছে কলকাতা৷ তার একটাই কারণ, দুর্দান্ত 4G নেটওয়ার্ক৷ JioPhone-এর দীপাবলি অফারের সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে৷ এই অফারে 4G জিওফোন মিলছে মাত্র ৬৯৯ টাকায়৷ এছাড়াও মিলবে বাড়তি ফ্রি ডেটা৷

আরও ভিডিও: কী ভাবে মিলবে জিও ফোন?

First published: November 23, 2019, 4:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर