corona virus btn
corona virus btn
Loading

মাটির তলায় চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ, বউবাজারে একাধিক বাড়িতে ফাটল! আতঙ্কে বাসিন্দারা

মাটির তলায় চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ, বউবাজারে একাধিক বাড়িতে ফাটল! আতঙ্কে বাসিন্দারা
Representative Image

তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে আগে থেকে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল৷ নোটিসও দেওয়া হয়েছিল৷

  • Share this:

#কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কাজ চলার ফলে বাড়িতে ফাটল৷ এমনই ভয়াবহ অভিযোগ উঠে এল বউবাজারের একাধিক বাড়িতে৷ একাধিক বাড়িতে ফাটল ধরার ফলে আতঙ্কিত বাসিন্দারা৷ বউবাজার অঞ্চলের দুর্গা পিথুরি লেনের বেশ কয়কটি বাড়িতে চির ধরেছে৷ বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন৷ শিয়ালদহ-লালবাজার ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে৷ মাটির নীচে সুরঙ্গ করায় প্রভাব পড়ছে একাধিক বাড়িতে৷ এনিয়েই ক্ষোভ বাসিন্দাদের মধ্যে৷

তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে আগে থেকে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল৷ নোটিসও দেওয়া হয়েছিল৷ অর্থাৎ বাসিন্দাদের অন্ধকারে রেখে এমন কাজ যে তারা করেননি, সেটাই স্পষ্ট করা হয়েছে৷

আরও পড়ুন আগামী ৪৮ ঘণ্টায় ভাসতে চলছে শহর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

বাসিন্দার বিক্ষোভের পর সেখানে পৌঁছেছেন মেট্রোর প্রতিনিধিরাও৷ ঘটনাস্থলে যায় বউবাজার থানার পুলিশ৷ সঙ্গে হাজির ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ খতিয়ে দেখতে এলাকায় পৌঁছয় পুরসভার প্রতিনিধিদল৷

First published: September 1, 2019, 1:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर