#কলকাতা: চব্বিশ ঘণ্টা সময় অতিক্রান্ত ৷ বাইপাসের নেতাজি নগর কলোনির গোটা বস্তি আগুনের গ্রাসে ভস্মীভূত ৷ আর তাতেই অনিশ্চিত হয়ে পড়েছে নাইয়া পরিবারের ছেলের বিয়ে ৷ মধুসূদন নাইয়া নামে এক যুবক কাঁকুড়গাছিতে প্রাইভেট কোম্পানিতে কাজ করেন ৷ অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই যুবকের বিয়ে ঘিরে অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে ৷
নাইয়া পরিবারের সদস্যরা জানিয়েছেন, " আগামী ফেব্রুয়ারি মাসে বিয়ে ঠিক ছিল | কিন্তু তার আগেই এই অবস্থা | বিয়ে পিছিয়ে দেওয়া ছাড়া আর উপায় নেই ৷ সব শেষ আমাদের কিছু বাকি নেই ঘরে | বিয়ের জন্য যেটুকু করেছিলাম সেটাও আগুনের গ্রাসে পুড়ে ছাই ৷ সোনার গয়না খুঁজছি যদি কিছু পাওয়া যায় ৷ "
পাত্র মধুসূদন নাইয়া জানান, " কাল অফিস থেকে এসেই দেখি পুড়ে ছাই বাড়ির সব জিনিস ৷ ফেব্রুয়ারি মাসে বিয়ে ঠিক হয়েছিল ৷ তাই কাপড়, বিয়ের জিনিসপত্র, গয়না কিনেছিলাম ৷ কাজ থেকে ফিরে এসে দেখি সব পুড়ে ছাই ৷ ঘরে চাল , ডাল, গমও পুড়ে গিয়েছে ৷ সেখানে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসের বিয়ে পিছিয়ে দেওয়া ছাড়া আর কি বা উপায় আছে | মানসিকভাবে বিধ্বস্ত আমি |" ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নাইয়া পরিবারের বিয়ে আদৌ কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷
আগুনের লেলিহান শিখা শুধুই নাইয়া পরিবারকে নয়, পাশের প্রতিবেশী জোহরা সর্দারের মেয়ের পড়াশোনার ভবিষ্যত ঘিরে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ স্বামী আর দুই মেয়েকে নিয়ে ছোট সংসার জোহরা সর্দারের | মঙ্গলবারের আগুন গোটা সংসারকে ছারখার করে দিয়েছে ৷ মেয়ের মাধ্যমিকের ভবিষ্যত ঘিরেও চিন্তার ভাঁজ মা এর কপালে ৷ জোহরা জানান, " বড়ো মেয়ের মাধ্যমিক সামনের বছর | কিন্তু তার বইপত্র, সব ডকুমেন্ট পুড়ে ছাই ৷ মেয়েরা চলে গিয়েছে আত্মীয়র বাড়ি ৷ ঘরে খাবার , আসবাবপত্র সব পুড়ে ছাই ৷ এ অবস্থায় মেয়েটার মাধ্যমিকের জন্য যা কিছু সব পুড়ে ছাই ৷ ওর ভবিষ্যত নিয়ে আমরা চিন্তিত ৷"
বাইপাসে অগ্নিকাণ্ড শুধুই সব পুড়িয়ে ছাই করে ছাড়েনি, ভেঙেছে কারো হৃদয়, কারও বা ভবিষ্যত ৷ নয় ঘণ্টার লড়াইতে ১৬টি দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা গিয়েছে ঠিকই, কিন্তু নিমেষের মধ্যে স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে ৷
অর্পিতা হাজরা